Advertisement
Advertisement
Soap Nails

পার্লারে যাওয়ার ঝক্কি নেই, নিজেই করুন ‘সোপ নেলস’ ম্যানিকিওর, কীভাবে?

গরম বলে নখসজ্জায় অবহেলা করবেন না।

প্রচণ্ড গরম। পোশাকের ক্ষেত্রে ওয়ার্ড্রোবে সামার কালেকশন চলে এসেছে কবেই। নখই বা কেন বাদ যাবে? কারণ, নখসজ্জাও তো ফ্য়াশনেরই অংশ। এখন ট্রেন্ডিং 'সোপ নেলস'।

নেলপলিশের কতই না বাহার। লাল, হলুদ, নীল এখন অনেকেই পছন্দ করেন। ন্যুড শেডও ফ্যাশনে ইন। তবে এখন নাকি 'সোপ নেলসে'র বাড়বাড়ন্ত।

বিয়েবাড়ি হোক বা অন্য কোনও অনুষ্ঠান। পরিবারের লোকজনের সঙ্গে রেস্তরাঁয় যাচ্ছেন। কিংবা প্রেমিকের সঙ্গে ডেটিং। পরনে সাবেকি হোক বা পাশ্চাত্যের ছাপ থাকুক না কেন। সব কিছুর সঙ্গে বেশ মানানসই 'সোপ নেলস'।

'সোপ নেলসে'র ফলে আপনার হাত দেখে কেউ যে আর নজর ফেরাতে পারবে না, তা হলফ করে বলা যায়।

'সোপ নেলস' তৈরির জন্য ঘণ্টার পর ঘণ্টা পার্লারে গিয়ে সময় কাটানোর দরকার নেই। অতিরিক্ত খরচেরও কোনও প্রশ্ন নেই। কারণ, বাড়ি বসে অতি সহজে এই ধরনে ম্যানিকিওর করা যায়।

কিন্তু এখন প্রশ্ন হল, কীভাবে করবেন? তবে আপনার জন্য রইল পদ্ধতি।

প্রথমে নখে লেগে থাকা নেলপলিশ রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন। এবার নখের আশপাশে থাকা চামড়া কেটে নিন। নেল ফাইল দিয়ে নখ ভালো করে ঘষে নিন। 'সোপ নেলসে'র ক্ষেত্রে নখ আয়তনে বেশি বড় না রাখাই ভালো।

এবার নখে বেবি পিংক বা একেবারে হালকা গোলাপি রঙের নেলপলিশ এক কোট করে পরুন। ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) নেলপলিশ পরে ফেলুন। এবার ভালো করে শুকিয়ে নিন।

সবশেষে হ্যান্ড ক্রিম মাখতে ভুলবেন না। ব্যস কেল্লাফতে! 'সোপ নেল' ম্যানিকিওর শেষ। আপনার নখ পাবে অসাধারণ লুক।