গত বছর কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ডেবিউ করেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
অন্যান্য ভারতীয় তারকাদের সঙ্গে এই ঐতিহ্যবাহী মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতিও প্রশংসা কুড়িয়েছিল। এবারও তার অন্যথা হল না।
চলতি বছর দ্বিতীয়বার কানের রেড কার্পেটে হাঁটলেন জ্যাকলিন।
আর পয়লা দিনেই লাল গাউনে দ্যুতি ছড়ালেন কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে।
শ্রীলঙ্কাসুন্দরী তথা বলিউড অভিনেত্রীর লুকে মুগ্ধ পশ্চিমী বিনোদুনিয়াও
জ্যাকলিন ফার্নান্ডেজের কান লুক বর্তমানে বলিপাড়াতেও 'টক অফ দ্য টাউন'।
সদ্য মাকে হারিয়েছেন। সেই শোক সামলেই ফ্রেঞ্চ রিভেরাঁয় বাজিমাত করলেন জ্যাকলিন।
বছর খানেক ধরেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে আইনি জটিলতাতেও পড়তে হয়েছে তাঁকে। ব্যক্তিগতজীবনে এত ঝড়ঝাপটার মাঝেও যে তিনি থেমে থাকেননি, সেটা আরও একবার প্রমাণ করলেন জ্যাকলিন। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.