ওডিআই ফরম্যাটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, ভাঙলেন শচীন তেণ্ডুলকরের (৪৯) রেকর্ড।
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের বিচারে শচীন তেণ্ডুলকরের (৬৭৩) রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি (৭৫৬)।
বিশ্বকাপে সবেচেয়ে বেশি শতরানের মালিক হলেন রোহিত শর্মা (৭), পিছনে ফেললেন শচীন তেণ্ডুলকরকে (৬)।
কাপ-মঞ্চে দ্রুততম শতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বল), ভাঙলেন এইডেন মার্করামের (৪৯ বল) রেকর্ড। মার্করাম অবশ্য চলতি বিশ্বকাপেই এই রেকর্ড গড়েন কেভিন ও’ব্রায়েনের (৫০ বল, ২০১১) রেকর্ড ভেঙে।
বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ সামি (১৭ ইনিংস)। পিছনে ফেললেন মিচেল স্টার্ককে (১৯ ইনিংস)। স্টার্কও সেই রেকর্ড গড়েন চলতি আসরেই, লসিথ মালিঙ্গার (২৫ ইনিংস) রেকর্ড গড়ে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ১১ ব্যাটারই দুই সংখ্যায় রান করে, ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথমবার।
শ্রীলঙ্কাকে (৩৪৪/৯) হারিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল পাকিস্তান (৩৪৫/৪)।
বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান করল দক্ষিণ আফ্রিকা (৪২৮/৫), শ্রীলঙ্কার বিরুদ্ধে।
বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া (৩০৯ রান, বনাম নেদারল্যান্ডস)।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত শর্মা (৫৯৭)। টপকে গেলেন ক্রিস গেইলকে (৫৫৩)।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.