জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা গ্ল্যামার দুনিয়ায় নাম না লেখালেও বেশ লাইমলাইটে থাকেন।
নায়িকা হিসেবে বলিউডে শিকে না ছিঁড়লেও কৃষ্ণা শ্রফের যৌন আবেদনে ফিদা অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যারও অন্ত নেই। হট লুকে মাঝেমধ্যেই পুরুষহৃদয়ে ঝড় তুলে দেন জ্যাকিকন্য়া।
বিটাউনের অন্যান্য স্টার-কিডদের থেকে কৃষ্ণা শ্রফের মার্কশিটও ঝকঝকে। আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করেছেন তিনি।
বর্তমানে বলিউড প্রযোজক হিসেবে কাজ করেন তিনি। দেশে-বিদেশে ঘুরতে ভালবাসেন কৃষ্ণা শ্রফ। ফটোগ্রাফি তাঁর প্যাশন।
বাবা জ্যকি কিংবা দাদা টাইগার শ্রফের মতো গ্ল্যামার দুনিয়ায় সাফল্য না পেলেও বিটাউনে কৃষ্ণা হট ফেবারিট।
প্রসঙ্গত, বছরখানেক আগে জ্যাকিকন্য়া কৃষ্ণা শ্রফকে দেখা গিয়েছিল 'ব্ল্যাক শিপ' নামে এক তথ্যচিত্রে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.