Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ব্যক্তিগত জীবনে কেমন বিরাট? ব্র্যান্ড ভ্যালুই বা কত? জন্মদিনে কিং কোহলির ‘গোপন কথা’

জানেন বিরাটকে প্রথম 'চিকু' নামে কে ডেকেছিলেন?

৩৪-এ পা দিলেন বিরাট কোহলি। এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টসম্যান বিরাট। তাঁর সম্পর্কে হেন কোনও তথ্যই নেই, যা অজানা। তবু দেখে নেওয়া যাক বিরাটের জীবনের অন্য দিকগুলি। ছবি: সংগৃহীত

বিরাটের ছোটবেলার কোচের নাম রাজকুমার শর্মা। তাঁর কোচিংয়েই অনূর্ধ্ব-১৯ পর্যন্ত খেলেছেন কোহলি। ছবি: সংগৃহীত।

বিরাটের ডাকনাম 'চিকু'। সেই ডাকনামও তাঁকে দিয়েছিলেন তাঁর আরেক ছোটবেলার কোচ অজিত চৌধুরী। ছবি: সংগৃহীত।

এমনিতে বিরাট ফিটনেস ফ্রিক। আপাতত নিরামিষ ছাড়া খান না তিনি। তাঁর প্রিয় খাবার ছোলে ভাটুরে। ছবি: সংগৃহীত।

বিরাটের প্রিয় ক্রিকেটার শচীন তেণ্ডুলকর এবং স্যার ভিভ রিচার্ডস। ক্রিকেটের বাইরে তার প্রিয় ক্রীড়াবিদ রজার ফেডেরার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত।

বাবার মৃত্যুর পরদিনও মাঠে নামেন বিরাট। কর্ণাটকের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচ চলাকালীন স্ট্রোক হয়ে মারা যান বিরাটের বাবা প্রেম কোহলি। ভোরে শেষকৃত্য সেরে এসে পরদিনই ৯০ রানের ইনিংস খেলেন তিনি। ছবি: সংগৃহীত।

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদের সঙ্গে নাকি একসময় প্রেম করতেন বিরাট। সেসময় ঋতিকা বিরাটের হয়ে কাজ করতেন। এমনই জল্পনা ছড়িয়েছিল নেটদুনিয়ায়। পরে অবশ্য রোহিতকে বিয়ে করেন ঋতিকা। ছবি: সংগৃহীত।

২০২১ সালের হিসাবে বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ২৩৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ হাজার কোটি। ছবি: সংগৃহীত।

ক্রিকেটের পাশাপাশি ব্যবসাতেও হাত পাকিয়েছেন বিরাট। বহু স্টার্ট-আপ সংস্থায় বিনিয়োগ রয়েছে তাঁর। নিজের নামে খুলেছেন রেস্তরাঁও। দেশের বিভিন্ন শহরে রয়েছে তার শাখা। ছবি: সংগৃহীত।