সোশ্যাল মিডিয়া বড় বালাই। তার জন্য কত কিছুই না করে ফেলা যায়। এমনই এক কাজ করে ফেলেছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী নিক্কি তাম্বোলি (Nikki Tamboli)।
সোশ্যাল মিডিয়াতেও বেশ বিন্দাস নিক্কি। শরীরী আমেজে নেটিজেনদের মাতিয়ে রাখেন। প্রশংসার পাশাপাশি নিন্দাও জোটে অভিনেত্রীর। তাতে থোড়াই কেয়ার!
দিব্যি ক্যামেরার সামনে সাহসী অবতারে ধরা দিলেন কালো বডিস্যুটে। যেখানে নিতম্বে প্রদর্শন করতে দেখা গেল নিক্কিকে।
‘বিগ বস ১৪’র প্রতিযোগী ছিলেন ছিলেন নিক্কি। ‘বিগ বস’ পর্ব শেষ করেই ‘ফিয়ার ফ্যাক্টর’ শোয়ে যোগ দিয়েছিলেন নিক্কি। (ছবি: ইনস্টাগ্রাম)
নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘জোগিরা সারা রা রা’ ছবিতে আইটেম গানেও নেচেছিলেন তিনি। মারাঠি পরিবারে নিক্কির জন্ম। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। সিনেমা জগতে নিক্কির সফর শুরু তেলুগু সিনেমার মাধ্যমে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.