Advertisement
Advertisement
Larissa bonesi

আরিয়ানের আগে আরও এক ভারতীয় অভিনেতার প্রেমে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা বনেসি! জানেন কে?

জেনে নিন সেই প্রেমের গল্প।

হঠাৎ করেই নেটপাড়ায় ঝড় তুললেন ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা বনেসি আর আরিয়ান খান। বলিপাড়ার গুঞ্জন বলছে, আরিয়ান নাকি আজকাল এই সুন্দরীর প্রেমেই মত্ত। ছবি- ইনস্টাগ্রাম

তবে এই গুঞ্জন নিয়ে কিন্তু একেবারেই চুপ আরিয়ান ও লারিসা। তাতে কী, গুঞ্জনপাড়া মশগুল লারিসার অতীত ঘাঁটতে। নিন্দুকদের চাই একটাই প্রশ্নের উত্তর, আরিয়ানই কি লারিসার প্রথম ভারতীয় প্রেমিক?

বলিউডে বহু আগেই পা রেখেছেন লারিসা। তাঁকে ভারতে প্রথম নিয়ে আসেন জনপ্রিয় গায়ক গুরু রান্ধাওয়া। আর সিনেমার পর্দায় তাঁকে দেখা যায় অক্ষয় কুমার ও জন আব্রাহমের 'দেশি গার্লস' ছবিতে। টাইগার শ্রফ, সুরজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ ছবিতে দেখা গিয়েছে লারিসাকে।

ঠিক এই সময়ই লারিসার রূপে মুগ্ধ হলেন দক্ষিণী তারকা সাই ধরম তেজ। সাই তেজের আরেক পরিচয় তিনি রামচরণের তুতো ভাই। বলিউডের সঙ্গে সঙ্গে দক্ষিণী ছবিতেও অভিনয় করছিলেন লারিসা। আর সেই সময় তেজার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন হয়। শোনা যায়, বেশ কয়েকমাস তেজার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন লারিসা। তবে হঠাৎই সেই প্রেমে বাঁধল গণ্ডগোল।

এক সাক্ষাৎকারে তেজা বলেছিলেন, ''ডেটিং করার পর আমি লারিসাকে প্রোপোজ করেছিলাম। তবে সেই সময় লারিসা জানিয়ে ছিল, তাঁর একটা বয়ফ্রেন্ড রয়েছে।'' তাহলে আরিয়ানের কথাই বলেছিলেন লারিসা? তা অবশ্য জানা যায়নি।

অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ইনস্টাগ্রামেও দারুণ জনপ্রিয় লারিসা। তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। আরিয়ানের নাম জড়ানোর পর তা যেন সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে।

সূত্র বলছে, লারিসাকে ইনস্টাগ্রামে শুধু আরিয়ান নয়, ফলো করেন শাহরুখ, গৌরী এবং সুহানাও। তাহলে কী পুত্রবধূ হিসেবে লারিসাকেই পছন্দ শাহরুখের? এর উত্তর অবশ্য সময়ই বলবে।