শীতের দিল্লিতে গোটা কাপুর পরিবার। সঙ্গী আত্মীয়রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সকলে। হল 'চায়ে পে চর্চা'ও।
চলতি বছরেই কিংবদন্তি অভিনেতা-পরিচালক ও প্রযোজক রাজ কাপুরের জন্মশতবর্ষ। সেই কারণেই কাপুরদের এই রাজধানী সফর।
করিনা কাপুরের স্বামী হওয়ার সুবাদে এই সফরের তাঁর সঙ্গী সইফ আলি খান। রণবীরের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন আলিয়া ভাটও। ছিলেন করিশ্মা কাপুর।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মবার্ষিকী। তার ঠিক আগে ১৩ ডিসেম্বর থেকে শুরু 'রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল'। ছবি শেয়ার করে জানালেন করিনা কাপুর।
সারা দেশে রাজ কাপুর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। চল্লিশটি শহরের সিনেমা হলে দেখানো হবে কিংবদন্তি শিল্পীর সিনেমা।
এই আয়োজন করতে পারার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কাপুর পরিবারের সদস্যরা। রাজধানীর এই সাক্ষাৎপর্বে রণবীরের বোন রিধিমা ও তাঁর স্বামীও ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.