Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

তুতোভাই আদরের বউকে বরণ করলেন করিনা-করিশ্মা-রণবীর, জামাই সইফের কাণ্ড দেখুন!

জৈন-কাপুর পরিবারের সেলিব্রেশনের মুহূর্ত ক্যামেরাবন্দী। দেখুন অ্যালবাম।

আদর জৈনের বিয়ে বলে কথা! গোটা কাপুর পরিবার বর্তমানে সেলিব্রেশন মুডে। করিনা, করিশ্মাদের সঙ্গে হাজির রণবীর কাপুরও। জামাই সইফ আলি খানকে দেখা গেলেও গরহাজির কাপুরবধূ আলিয়া ভাট।

শনিবার বাগদান হল আদর জৈন ও আলেখা আডবানির। যে অনুষ্ঠানে শামিল হয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুররা। তুতোভাইয়ের বাগদানে তাঁদের নজরকাড়া উপস্থিতি।

রোকায় আমন্ত্রিতের তালিকায় ছিলেন সইফও। তিনিও কাপুর ভাইবোনদের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন। ক্যামেরাবন্দি হল নবাবের মজার মুহূর্ত।

করিনাকে দেখা গেল নীল শাড়ি পরনে। ভাইয়ের বিয়ের কাজেও হাত লাগান তিনি। আরতি থালা হাতে হাসিমুখে বধূবরণের সময়ে পোজ দিলেন নবাব বেগম।

রোকায় আমন্ত্রিতের তালিকায় ছিলেন সইফও। তিনিও কাপুর ভাইবোনদের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন। ক্যামেরাবন্দি হল নবাবের মজার মুহূর্ত।

রণবীর কাপুর পৌঁছেছিলেন মা নীতু কাপুরকে সঙ্গে নিয়ে। পিঙ্ক রঙের কুর্তা চুড়িদারে দেখা যায় নীতুকে। আর রণবীর নজর কাড়লেন 'অল ব্ল্যাক' লুকে।

আদর জৈন আদতে কাপুর বাড়ির মেয়ে রিমার সন্তান। দিল্লি নিবাসী হলেও কাপুরদের সমস্ত অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। পিসির ছেলের বিয়েতে তাই সপরিবারে হাজির করিনা-করিশ্মারা।

কনে আলেখা আডবানির বাড়িতেই আয়োজন করা হয়েছিল বাগদান অনুষ্ঠানের। সেজেগুজে হবু বউমার বাড়িতে চলে যান কাপুররা।

বাগদানের পরে আলেখাকে বধূবরণ করলেন করিনা, করিশ্মা, রণবীররা। কেউ কপালে আশীর্বাদী তিলক কেটে দিলেন তো কেউ বা প্রদীপের শিখার বরণ করলেন।