Advertisement
Advertisement

Breaking News

Aditi-Siddharth

সাবেকিয়ানার আভিজাত্যে অদিতি-সিদ্ধার্থ, বিয়ের দু মাসে অ্যালবাম দেখালেন দম্পতি

রাজকীয় বিয়ের দ্বিতীয় সাজে তাক লাগালেন অদিতি-সিদ্ধার্থ।

১১

কথায় বলে বিয়ের জল গায়ে পড়লে নাকি মেয়েদের রূপ-লাবণ্য বেড়ে যায়। আর পাত্রী যদি অদিতি রাও হায়দরি হন, তাহলে তো আর কথাই নেই!

১১

এমন 'ব্রাইড'কে তো সব্যসাচীর মতো ডিজাইনারের পোশাকেই মানায়। অল্প সাজেই সুন্দরী অদিতি। সেই কারণে তাঁর ও অভিনেতা সিদ্ধার্থ সিদ্ধার্থ সূর্যনারায়ণের বিয়ের সাজে সাবেকিয়ানার আভিজাত্য বজায় রেখেছেন সব্যসাচী।

১১

১৬ সেপ্টেম্বর জয়পুরের আলিয়া ফোর্ট বিষাণগড়ে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছেন অদিতি-সিদ্ধার্থ। বিয়ের বেশ কটা ছবি আগেই পোস্ট করেছিলেন। এবার বিয়ের দ্বিতীয় সাজের মিষ্টি এই মুহূর্তগুলো শেয়ার করলেন।

১১

বুধবার তিন ভাগে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তারকাদম্পতি। পরনে লাল লেহেঙ্গা চোলি। সিদ্ধার্থকে দেখা গেল ট্র্যাডিশনাল দক্ষিণী পোশাকে।

১১

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেলেঙ্গার সঙ্গে কুন্দন জুয়েলারিতে অদিতির সাজপোশাক মুগ্ধ করল।

১১

ভারী গয়না, কানের দুল থেকে নাকের নথ, টায়রা সবেতেই রাজকীয় ছোঁয়া। দম্পতির বিয়ের সাজের ছবি পোস্ট করেছেন সব্যসাচীও। বিয়ের প্রথম সাজেও নজর কেড়েছিলেন তারকাদম্পতি। অভিনেত্রীর পরনে ছিল হাতে বোনা মাহেশ্বরী টিস্যুর লেহেঙ্গা।

১১

তার সঙ্গে ম্যাচিং বেনারসি টিস্যু দুপাট্টা। এটি সব্যসাচীর হেরিটেজ কালেকশনের অঙ্গ। এমন পোশাকের সঙ্গে খুব বেশি গয়না অভিনেত্রী পরেননি।

১১

পায়ে তাঁর ছিল হালকা আলতা। যার মাঝে আলতা দিয়েই আঁকা অর্ধচন্দ্র। নায়িকার হাতেও একইভাবে আঁকা আধা চাঁদ।

১১

অভিনেতা সিদ্ধার্থের পরনেও ছিল সব্যসাচীর ডিজাইন করা সিল্কের কুর্তা। সেই সঙ্গে হাতে বোনা বেনারসি ধুতি। যা তিনি পরেন দক্ষিণী স্টাইলে। এই স্টাইলের সঙ্গেই আবার দরকারি ভেস্তি। যা ছাড়া দাক্ষিণাত্যের বরের এই সাজ অসম্পূর্ণ।

১০ ১১

২০২১ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘মহা সমুদ্রম’-এ সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দরি একসঙ্গে কাজ করেছিলেন। শোনা যায়, এই সিনেমার সেটেই দুজনের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।

১১ ১১

নবদম্পতির সাবেকি সাজে মুগ্ধ অনুরাগীরা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। অনুরাগীদের পাশাপাশি তারকারাও নতুন জীবনের জন্য অদিতি-সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন। (ছবি- ইনস্টাগ্রাম )