Advertisement
Advertisement
Rituparna Sengupta

ঋতুর বিকিনি মরশুম, কাটফাটা গরমে সুইমিংপুলে ডুব ‘ম্যাডাম সেনগুপ্ত’র!

দেখেছেন এই ফটোসিরিজ?

আধভেজা শরীর, বেগুনি বিকিনিতে যেন জলপরী হয়ে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

ছবিতে সুইমিং পুলের নীল জলরাশিতে বেগুনি রঙের বিকিনিতে দেখা গেল অভিনেত্রীকে।

চোখে রোদচশমা, পুলের সিঁড়িতে দাঁড়িয়ে ঋতুপর্ণা যেন আগুন ধরিয়ে দিলেন সুইমিং পুলে।

বয়স পঞ্চাশ পেরলেও 'ম্যাডাম সেনগুপ্ত' যেন চিরযৌবনা। ঋতুপর্ণার বিকিনি ফটোশুট ঝড় তুলেছে তাঁর অনুরাগীদের মনে।

যদিও ওই ফটোশুট বছর চারেক আগের। তবে এই ভ্যাপসা গরমে অভিনেত্রীর এই ছবি যেন একপশলা প্রশান্তি। (ছবি: ইনস্টাগ্রাম)