Advertisement
Advertisement
Kubbra Sait

ফেনাভরা বাথটবে শরীর ডুবিয়ে পোজ, ‘সেক্রেড গেমস’ খ্যাত এই সুন্দরীকে চিনতে পারছেন?

সলমন খানের হাত ধরেই বলিউডে এন্ট্রি অভিনেত্রীর।

'সেক্রেড গেমস' মনে থাকলে গণেশ গায়তোণ্ডের কুক্কুকেও নিশ্চয়ই মনে আছে! হ্যাঁ, ফেনাভরা এই বাথটবে গা এলিয়ে দেওয়া সুন্দেরী তিনিই। নাম কুবরা সৈত।

সলমন খানের ছবি 'রেডি'র সৌজন্যে বলিউডে এন্ট্রি কুবরার। সেই বাইক পার্ক করা পরিচারিকাকে মনে আছে? চরিত্রের নাম ছিল সুনয়না।

২০১১ সালে মুক্তি পেয়েছিল 'রেডি'। তার পরের সাত বছর প্রচুর স্ট্রাগল করেছেন অভিনেত্রী। ভাগ্যের শিঁকে ছেড়ে 'সেক্রেড গেমস' ওয়েব সিরিজে।

সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কুবরার অনস্ক্রিন রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইভিনেত্রী।

ক্যামেরার সামনে কোনও লুকোছাপা নেই কুবরার। একেবারে খোলামেলা মেজাজেই ধরা দেন অভিনেত্রী।

চলতি বছরে কাজল অভিনীত 'দ্য ট্রায়াল' সিরিজে দেখা গিয়েছে কুবরাকে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে 'শেহর লাখোট'।