বাস্তব জীবনে হল স্বপ্নপূরণ। মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন 'তোমায় আমায় মিলে' ধারাবাহিকের উষসী ওরফে রুশা চট্টোপাধ্যায়।
পাত্র রুপোলি পর্দার কেউ নন। উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা অনুরণ রায়চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ থাকেন আমেরিকায়।
প্রেম নয়, সম্বন্ধ করেই বিয়ে রুশার। আট মাস আগে আলাপ, তারপরই তৈরি হয় ভাললাগা।
দুই পরিবারের সদস্যরা কথাবার্তা বলে বিয়ের দিন ঠিক করে। লাল শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন রুশা।
বিয়ের পর অভিনয় কেরিয়ার থেকে বিরতি নেবেন রুশা। বিদেশে গিয়ে মন দেবেন সংসার ধর্মে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.