Advertisement
Advertisement
Michelle Lee

তোয়ালে পরে ক্যাটরিনার সঙ্গে ফাইট, ‘টাইগার ৩’র হলিউড সুন্দরীর এই উষ্ণ ছবি দেখেছেন?

‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’, ‘ভেনম’, ‘ব্ল্যাক উইডো’র মতো সিনেমা রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।

পরনে শুধুমাত্র তোয়ালে। দুই নারীর দুরন্ত ফাইট। বলিউডের ‘চিকনি চামেলি’ ক্যাটরিনার সঙ্গে লড়ছেন হলিউড সুন্দরী মিশেল লি। 'টাইগার ৩'র এই দৃশ্যেই তোলপাড় নেটদুনিয়া।

কে এই মিশেল লি? হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। আবার সেখানে স্টান্ট উওম্যান হিসেবেও বেশ খ্যাতি লাভ করেছেন।

‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’, ‘ভেনম’, ‘ব্ল্যাক উইডো’র মতো সিনেমা রয়েছে মিশেলের ঝুলিতে।

‘পেসিফিক রিম’, ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় বিপজ্জনক স্টান্ট করেছেন তিনি।

টম হার্ডি, স্কারলেট জোহানসনদের মতো হলিউড তারকদের প্রিয় স্টান্ট উওম্যানের তালিকায় মিশেলের নাম প্রথম সারিতেই রয়েছে।

শোনা যায়, ক্যাটরিনার সঙ্গে 'টাইগার ৩'র অ্যাকশন দৃশ্যটি অনেক আগেই শুট করেছিলেন মিশেল। মুম্বইয়ে এর জন্য নাকি আলাদা করে সেট করা হয়েছিল।