দেশের পঞ্চম দফার ভোটে বলিউড সেলেবরা সকাল থেকেই পোলিং বুথে ভিড় জমিয়েছেন। বিটাউনের প্রবীণ-নবীনদের অনেকেই গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন। প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়ে ভোট দিলেন আমির খান।
‘জওয়ান’ হয়ে সরকার গড়ার পাঠ দিয়েছিলেন পর্দায়। এবার সপরিবারে মুম্বইতে গণতন্ত্রের উৎসবে শামিল হলেন শাহরুখ। খান পদবী হওয়ার জেরে একাধিকবার তাঁর ধর্মকে শিখণ্ডী করে 'দেশদ্রোহী' খোঁটার শিকার হয়েছেন। কিন্তু তবুও দেশের উন্নতিসাধনে সবসময়ে আওয়াজ তোলেন কিং খান। সোমবার স্ত্রী গৌরি খান, মেয়ে সুহানা, ছেলে আরিয়ান খানকে নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিলেন বাদশা।
অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর সিং। প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর ‘বেবিবাম্প’। তারকাদম্পতির পরনে রং মিলান্তি পোশাক। ভিড়ের মধ্যেই স্ত্রীকে আগলে বুথে ঢুকলেন রণবীর সিং।
কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরেই মুম্বইতে ভোট দিলেন কিয়ারা আডবানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে ছাড়াই দেখা গেল তাঁকে।
স্ত্রী আলিয়া ভাট ভারতের নাগরিক নন। তাই 'রাম' রণবীর কাপুর একাই গেলেন পোলিং বুথে।
ভোটকেন্দ্রে পতৌদি পরিবার। বুথে নজর কাড়ল সইফ-করিনার ভোট ফ্যাশন।
হাতে প্লাস্টার নিয়ে কান কাঁপিয়ে সোমবার মুম্বইতে ভোট দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। অমিতাভ, জয়া বচ্চনদেরও দেখা গেল নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে।
কপালে সিঁদুর নিয়ে ব্যক্তিগত সহকারীর সঙ্গে মুম্বইতে ভোট দিলেন 'দ্য এভারগ্রিন' রেখা।
শুটের ফাঁকেই ভোটদান ভূমি পেড়নেকরের।
শাবানা আজমি, জাভেদ আখতার ভোট দিয়ে বেরিয়েই জনতা জনার্দনকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্ব বোঝালেন।
অভিষেক বচ্চনকে দেখা গেল না ঐশ্বর্যর পাশে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.