Advertisement
Advertisement

Breaking News

স্টেডিয়াম ঘুরে দেখার ফাঁকে রিয়াল মাদ্রিদের বিপণিতে কেনাকাটা, সৌরভকে ফুটবল উপহার মমতার

সফরসূচিতে না থাকলেও মুখ্যমন্ত্রীর প্রবল ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম ঘুরে দেখার।

স্পেন সফরের তৃতীয় দিনে ইউরোপীয় ফুটবলের পীঠস্থান স্যান্টিয়াগো বের্নাবেউতে মমতা বন্দ্যোপাধ্যায়।

সফরসূচিতে না থাকলেও মুখ্যমন্ত্রীর প্রবল ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম ঘুরে দেখার। সেকারণেই বের্নাবেউতে যান তিনি।

বাংলার 'দিদি'র সঙ্গী 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিপণি থেকে ফুটবল কিনে সৌরভকে উপহার দেন মমতা।

তাঁরা ঘুরে দেখেন মিউজিয়াম, নবনির্মিত বিস্ময়-স্টেডিয়াম।

রিয়ালের ট্রফি ক্যাবিনেটে গিয়ে একে একে ক্লাবের সাফল্যের নজির প্রত্যক্ষ করেন মমতা। দীর্ঘক্ষণ বসেছিলেন গ্যালারিতে।

ফুটবলের সঙ্গে বাণিজ্যকে মিশিয়ে বিপণনকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটাই দেখলেন মমতা।