Advertisement
Advertisement
Glenn Maxwell

আইপিএলে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের! ছুঁয়ে ফেললেন আরসিবি সতীর্থকে

কী সেই রেকর্ড?

Australian star Glenn Maxwell equals Dinesh Karthik's unwanted record of most ducks in IPL

গ্লেন ম্য্যাক্সওয়েল।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 23, 2024 4:05 pm
  • Updated:May 23, 2024 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই বিপর্যয়ের কারণ কী? ইতিমধ্যেই অনেকে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট বোবা থেকে যাওয়া গোটা টুর্নামেন্টে ভুগিয়েছে আরসিবিকে। লজ্জার এক রেকর্ডও ছুঁয়েছেন অজি তারকা।
আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রান করার তালিকায় শীর্ষে ছিলেন দীনেশ কার্তিক। বুধবার কার্তিককে ছুঁলেন ম্যাড ম্যাক্স। 

[আরও পড়ুন: ‘দল পরিবর্তন করে দেখুক বিরাট’, আরসিবি ছিটকে যাওয়ার পরে পরামর্শ প্রাক্তন তারকার]

প্লে অফে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আরসিবির অজি তারকা। রবিচন্দ্রন অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু ধ্রুব জুড়েলের হাতে ধরা পড়েন তিনি। খাতা খোলেননি ম্যাক্সওয়েল। আইপিএলের ইতিহাসে অজি তারকার এটাই ১৮ নম্বর শূন্য। দীনেশ কার্তিকও ১৮টি শূন্য করেন। রোহিত শর্মাও রয়েছেন লজ্জার ডাকের তালিকায়। খাতা না খুলে রোহিত আউট হয়েছেন ১৭ বার।
যে ম্যাক্সওয়েল প্রয়োজনের সময়ে জ্বলে ওঠেন, তাঁর ব্যাট কথা বলতে শুরু করে দেয়, সেই ম্যাক্সওয়েল এবারের আইপিএলে ফ্লপ। ১০টা ম্যাচের মধ্যে নবার ব্যাট করার সুযোগ পান তিনি। চার বার খাতা না খুলেই ডাগ আউটে ফিরতে হয় তাঁকে। ১০টি ম্যাচ থেকে মাত্র ৫২ রান করেন ম্যাক্সওয়েল। তাঁর ব্যাট বোবা থেকে যাওয়ায় ভুগতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
গতবারের বিশ্বকাপে পায়ে চোট নিয়ে ম্যাক্সওয়েল একাই উড়িয়ে দিয়েছিলেন আফগানিস্তানকে। আফগানদের বিরুদ্ধে সেই ম্যাচে দৌড়তেই পারছিলেন না তিনি। এহেন ম্যাক্সওয়েল এবারের আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। সাকুল্যে ৫২ রান করলেন। বুধবারের ম্যাচে প্রয়োজনের সময়ে ক্যাচও ফেলে দেন অজি তারকা।

Advertisement

[আরও পড়ুন: ‘শুধু সেলিব্রেশন আর আগ্রাসনে ট্রফি জেতা যায় না’, বিরাটকে ঠুকলেন প্রাক্তন সিএসকে তারকা]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ