Advertisement
Advertisement
Emerging Asia Cup

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড়সড় হার, এমার্জিং এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারত এ দলের

ব্যর্থ আইপিএলের উঠতি তারকারা।

Emerging Asia Cup: Pak A team beats India A in Final
Published by: Subhajit Mandal
  • Posted:July 23, 2023 9:25 pm
  • Updated:July 23, 2023 9:28 pm

পাকিস্তান এ: ৩৫২-৮ (তৈয়ব তাহির ১০৮, ফারহান ৬৫)
ভারত এ: ২২৪ (অভিষেক ৬১, ধূল ৩৯)
পাকিস্তান এ দল ১২৮ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমার্জিং এশিয়া কাপে (Emerging Asia Cup) স্বপ্নভঙ্গ ভারত এ দলের। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারতে হল ভারতের তরুণদের। গ্রুপ পর্বের হারের মধুর বদলা নিয়ে এমার্জিং এশিয়া কাপ ট্রফি নিজেদের দখলে রাখল পাক এ দল।
মহাগুরুত্বপূর্ণ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। প্রথম দুই ওপেনার সৈয়ম আয়ুব এবং সাহিবজাদা ফারহান মিলে মাত্র ১৭ ওভারে ১২১ রান তোলেন। কিন্তু সেখান থেকে খানিকটা কামব্যাক করে ভারত এ দল। পরপর পাকিস্তানের কয়েকটি উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। রিয়ান পরাগ (Ryan Parag) দু’ওভারে দুটি উইকেট নেন। একটা সময় ১৮৭ রানে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ভারত এ দলের বোলাররা। কিন্তু তারপরই শুরু হয় তৈয়ব তাহিরের ঝড়। মাত্র ৭১ বলে শতরান করেন তিনি। মোট করেন ১০৮ রান। ভারত এ দলের বিরুদ্ধে ফাইনালে ৩৫২ রান তোলে পাকিস্তান এ দল।

Advertisement

[আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপের প্রোমোয় নেই পাক অধিনায়ক বাবর! ক্ষোভে ফুঁসছেন শোয়েব আখতার]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারতের এ দলও। দুই ওপেনার সাই কিশোর এবং অভিষেক শর্মা ৬৪ রানের জুটিও বাঁধেন। কিন্তু সাই কিশোর আউট হতেই যেন ভাঙন শুরু হয়। ফর্মে থাকা নিকিন জোসে করেন ১১ রান। যদিও তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। অধিনায়ক যশ ধুল করেন ৩৯। একা অভিষেক শর্মা ৬১ রানের ভাল একটি ইনিংস খেলেন। বাকি লোয়ার মিডল অর্ডারে রিয়ান পরাগ, ধ্রুব জুরেলদের মতো নিয়মিত আইপিএল (IPL) খেলা তারকারও চূড়ান্ত ব্যর্থ। শেষ পর্যন্ত ভারত অল-আউট হয়ে যায় ২২৪ রানে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই পন্থের, জানিয়ে দিলেন ভারতীয় তারকা, অনিশ্চিত আইপিএলেও!]

অথচ গ্রুপ পর্বে এই ভারতীয় দলই পাকিস্তানকে অনায়াসে হারিয়েছিল। আসলে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাই ফাইনালে সুবিধা দিয়ে গেল পাক দলকে। কারণ এই পাক দলে অনেক তারকাই আছেন যারা একসময় নিয়মিত পাকিস্তানের মূল দলে খেলেছেন। সেখানে ভারতের মূল দলে খেলা তারকার সংখ্যা শূন্য। অনভিজ্ঞ দল নিয়েই লড়াই করলেন যশ ধূলরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ