Advertisement
Advertisement
Rishabh Pant

কেমন গেল ২০২৩? পন্থ বললেন …

মাঠে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন পন্থ।

How is the year 2023, Rishabh Pant says tough and lots of learning । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 11, 2023 8:56 pm
  • Updated:December 11, 2023 9:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ডিসেম্বরের শেষ দিন ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার পরই গাড়িটিতে আগুন লেগে যায়। গাড়ির কাচ ভেঙে বেরিয়ে এসে কোনওক্রমে প্রাণে বাঁচেন পন্থ। তারপর দীর্ঘদিন ভরতি ছিলেন হাসপাতালে।
২০২৩ সালের প্রায় গোটাটাই মাঠে ফিরে আসার যুদ্ধ চালাচ্ছেন ভারতের তরুণ উইকেট কিপার। কতটা সুস্থ হয়েছেন, তাঁর রিহ্যাব আপডেট সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন পন্থ। কেমন গেল তেইশ সালটা? 

[আরও পড়ুন: ঘোষিত যুব বিশ্বকাপের সূচি, ভারতের প্রথম ম্যাচ কার সঙ্গে?]

এক্স হ্যান্ডলে এমন প্রশ্নই করা হয়েছিল পন্থকে। তার উত্তরে ভারতের বাঁ হাতি লিখেছেন, ”অত্যন্ত কঠিন এবং অনেককিছু শিখেছি।” পন্থ নিজে ভুক্তভোগী। সেই কারণেই চলতি বছর সম্পর্কে তাঁর এমন মূল্যায়ন। ২০২২ সালের ডিসেম্বরে পন্থ শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবির বসেছিল কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন পন্থ। একসময়ে অনেকেই শঙ্কিত হয়েছিলেন, তাঁর ক্রিকেটজীবনই হয়তো শেষ হতে চলেছে। সেই জায়গায় পন্থ এবার মাঠে ফিরতে চলেছেন। একটা বছর তাঁকে অনেক শিক্ষা দিয়েছে। সেই কথাই তিনি প্রকাশ করেছেন নেটদুনিয়ায়।  

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: শ্রীসন্থের বল খেলতে ভয় পেতেন, প্রশ্নের জবাবে জানালেন গম্ভীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ