Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

এই জন্যই তিনি ‘বাজিগর’! গ্যালারিতে পড়ে থাকা KKR পতাকা নিজহাতে তুললেন শাহরুখ

মাঠে শ্রেয়স আইয়াররা হেলায় হারায় লখনউ সুপার জায়ান্টসকে। আর মাঠের বাইরে হৃদয় জিতে নিলেন দলের মালিক।

Shah Rukh Khan picks up discarded KKR Flag after LSG match at Eden in IPL
Published by: Arpan Das
  • Posted:April 15, 2024 12:52 pm
  • Updated:April 15, 2024 12:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এলেন, দেখলেন, জয় করলেন। রবিবারের দুপুরে ইডেনের শাহরুখ খানকে (Shah Rukh Khan) এভাবেই ব্যাখ্যা করা যায়। মাঠে শ্রেয়স আইয়াররা হেলায় হারায় লখনউ সুপার জায়ান্টসকে (LSG)। আর মাঠের বাইরে হৃদয় জিতে নিলেন নাইটদের মালিক (Kolkata Knight Riders)। ‘কেকেআর’ ধ্বনিতে মাতিয়ে রাখলেন গোটা ইডেনকে। আর ম্যাচের পর ‘বাজিগর’কে দেখা গেল নিচে পড়ে থাকা নাইটদের পতাকা কুড়োতে। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।

দিনকয়েক আগে কেকেআরের অংশীদার জুহি চাওলা জানিয়েছিলেন, কেকেআর নিয়ে কতটা উৎসাহী শাহরুখ। ম্যাচ হারার পর প্রায়ই সমস্ত রাগ গিয়ে পড়ত সহ-অভিনেত্রীর উপরে। মাঠের মধ্যে যাই হোক না কেন, মাঠের বাইরে কিং খানই এই দলটার আসল প্রাণভোমরা। এদিনও সেটা তিনি আবার প্রমাণ করলেন। অফ ফর্মে থাকা মিচেল স্টার্ক উইকেট পেতেই আসন ছেড়ে লাফিয়ে উঠলেন। রমনদীপের দুরন্ত ক্যাচের পর পুরো গ্যালারিকে তাতিয়ে দিলেন। আর সব শেষে কেকেআর পতাকা কুড়িয়ে ক্রিকেট ভক্তদের থেকে বাড়তি সম্মান নিয়ে গেলেন বলিউডের বাদশা।

Advertisement

[আরও পড়ুন: মুম্বই হারলেও ছয়ের পাহাড়ে রোহিত! একমাত্র ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড হিটম্যানের]

নাইটদের ম্যাচ থাকলে ইডেনের গ্যালারির প্রতিটি আসনে একটি করে পতাকা রাখা থাকে। ক্লাব হাউসের আসনগুলিতেও সমর্থক ও অতিথিদের জন্য পতাকা থাকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, নিচে পড়ে থাকা পতাকা তুলছেন শাহরুখ। তার পর সেগুলোকে ফের আসনে রেখে দেন। ক্লাব হাউস থেকে বেরনোর সময় দর্শকদের থেকে ফ্লাইং কিসও ছুঁড়ে দেন তিনি। যা শুধু নাইট সমর্থক নয়, সাধারণ ক্রিকেট ভক্তদেরও ভালোবাসা আদায় করে নিয়েছে।

Advertisement

নববর্ষের দুপুরে লখনউকে ৮ উইকেটে হারিয়েছে নাইটরা। ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রাসেলরা। ম্যাচের পর মাঠে নেমে পড়েন কিং খান। ম্যাচের ফল যাই হোক না কেন, ক্রিকেটারদের নিয়মিত উৎসাহ দেন। সারা মাঠ ঘুরে ধন্যবাদ জানান দর্শকদের। এদিন কেকেআরের প্রতি তাঁর ভালোবাসা নতুন ভাবে দেখা দিল।

[আরও পড়ুন: ‘জঘন্য বোলিং, তেমনই ক্যাপ্টেন্সি’, চেন্নাইয়ের কাছে হারের পর হার্দিককে ধুয়ে দিলেন গাভাসকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ