Advertisement
Advertisement
Virat Kohli And Rohit Sharma

বাংলাদেশ সফর স্থগিতে পিছোল রোহিত-বিরাটের কামব্যাকও, কবে মাঠে ফিরবেন দুই মহাতারকা?

বাংলাদেশ সফরেই মাঠে প্রত্যাবর্তনের কথা ছিল রোহিত-বিরাটের।

When Will Virat Kohli And Rohit Sharma Return To ODI Cricket?

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2025 7:10 pm
  • Updated:July 5, 2025 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক টানাপোড়েনে বাতিল ভারতের বাংলাদেশ সফর। ফলে আরও পিছিয়ে গেল বিরাট কোহলি এবং রোহিত শর্মার কামব্যাক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার দুই মহারথীকে। তারপরই বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ছিল কোহলিদের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে যাওয়ায় অপেক্ষা বাড়বে ভক্তদের।

Advertisement

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লুর জার্সিতে শেষবার দেখা গিয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তারপরই আচমকা টেস্ট থেকে অবসর নেন তাঁরা। আর টি-২০ থেকে গতবছর বিশ্বকাপের পরই বিদায় নিয়েছিলেন দুই মহারথী। ফলে এই মুহূর্তে রো-কো ভারতের হয়ে খেলছেন শুধু ওয়ানডে-তে। সেই ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনও সিরিজ খেলেনি ভারত। আগামী ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দীর্ঘদিন বাদে নামার কথা ছিল বিরাট এবং রোহিতের।

কিন্তু শনিবার বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, আপাতত বাংলাদেশ সফরে যাবে না টিম ইন্ডিয়া। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে এই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।” ওয়াকিবহাল মহলের মতে, কূটনৈতিক টানাপোড়েনের জেরে স্থগিত হল ভারত-বাংলাদেশ সিরিজ। পরিস্থিতি বুঝে পরে এই সিরিজ আয়োজন করা হবে। জানানো হয়েছে, সিরিজের সংশোধিত তারিখ এবং সময়সূচি আগামী দিনে ঘোষণা করা হবে।

এখন প্রশ্ন হল, বাংলাদেশ সিরিজ তো বাতিল তাহলে রোহিত-বিরাটরা মাঠে ফিরবেন কবে? সমর্থকদের অপেক্ষা কবে শেষ হবে? উত্তর হল, অক্টোবর। সব ঠিক থাকলে অক্টবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক হতে চলেছে দুই মহাতারকার। অক্টোবরে অজিদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। সব ঠিক থাকলে ওই ম্যাচেই প্রত্যাবর্তন হবে রোহিত এবং বিরাটের। অবশ্য তার আগে ভারতীয় ক্রিকেটে অনেক বদল আসতে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement