Advertisement
Advertisement
East Bengal

‘মরশুমের শেষে এই ড্রয়ের ফল ভুগতে হবে’, পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে আশঙ্কিত কুয়াদ্রাত

১৬ ডিসেম্বর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।

East Bengal coach Carles Cuadrat is looking for Mumbai City । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 11, 2023 2:34 pm
  • Updated:December 11, 2023 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল  ডেস্ক: পাঞ্জাব (Punjab FC) ম্যাচ এখন অতীত। এই ম্যাচ ড্র করার সৌজন্যে লিগ টেবিলের প্রথম ছয়ে ঢুকে পড়া গিয়েছে। এবার ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লেস কুয়াদ্রাতের চোখ আগামী দুম্যাচে। দুটো ম্যাচ থেকে ছয় পয়েন্টের স্বপ্ন দেখছেন কুয়াদ্রাত (Carles Cuadrat)। যদিও এই দুই দলই যথেষ্ট শক্তিশালী। ১৬ ডিসেম্বর প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। তারপর ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে নামবেন ক্লেটন সিলভারা।
যদিও লিগ টেবিলের শেষ দিকে থাকা পঞ্জাব এফসির সঙ্গে শনিবার গোলশূন্য ড্র করার পরও খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত, “আমি ফুটবলারদের প্রচেষ্টা দেখে খুবই খুশি। দল যে অতিরিক্ত আত্মবিশ্বাসী নয়, সেটা প্রমাণিত। তিন পয়েন্ট পাওয়ার জন্য ছেলেরা আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। গোলটা হলে পরিস্থিতি অন্যরকম হতো। জানুয়ারির সুপার কাপের আগে আমাদের ছয় পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছয় পয়েন্ট আমাদের কাছে খুবই জরুরি।” 

[আরও পড়ুন: মোদির উপস্থিতিতে গীতাপাঠের দিনই টেট, সূচি বদলের আর্জিতে হাই কোর্টে দিলীপ]

প্রথমে ড্র প্রসঙ্গে খুশি বললেও পরে অবশ্য কুয়াদ্রাত আশঙ্কা প্রকাশ করে বলেন মরশুমের শুরুতে এই ম্যাচগুলো ড্র হলে পরে সমস্যায় পড়তে হতে পারে। পাঞ্জাবের সঙ্গে ড্র প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “এই সময় আমাদের মতো অনেক দলই ড্র করছে। মরশুমের শেষে এই ড্রয়ের ফল ভুগতে হতে পারে। তখন প্রতি ম্যাচই মনে হবে ফাইনাল। সেটা অবশ্য বোঝা যাবে সুপার কাপের পর।”

Advertisement

[আরও পড়ুন: হাঁসের মাংস খাইয়ে ‘গম্ভীর’ মুখে হাসি ফুটিয়েছিলেন নেহরা জি! কিন্তু কেন?]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ