Advertisement
Advertisement
Mohun Bagan

১৮ দিন পরে শুরু হচ্ছে আইএসএল, মোহনবাগানের ম্যাচ সরল ওড়িশায়

মোহনবাগানের কোন ম্যাচটি সরল?

Mohun Bagan's match with Hyderabad shifts to Kalinga stadium । Sangbad Pratidin

গোলের পরে কামিন্স। ছবি-সায়ন্তন ঘোষ।

Published by: Krishanu Mazumder
  • Posted:November 19, 2023 7:18 pm
  • Updated:November 19, 2023 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ সরে গেল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ২ ডিসেম্বরের মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ হবে ওড়িশা এফসি-র ঘরের মাঠে। আইএসএলের (ISL) এই ম্যাচটি আসলে ছিল হায়দরাবাদের হোম ম্যাচ। আগের ক্রীড়াসূচি অনুযায়ী, ম্যাচটি হায়দরাবাদে হওয়ার কথা থাকলেও পরিবর্ত সূচি অনুযায়ী, ম্যাচের বল গড়াবে কলিঙ্গ স্টেডিয়ামে। 

১৮ দিন পরে ফের শুরু হবে আইএসএল। চলতি মাসের ২৫ তারিখ থেকে ফের শুরু হতে চলেছে মেগা ফুটবল টুর্নামেন্ট। সেদিন চেন্নাইনের মুখোমুখি ইস্টবেঙ্গল। এই মুহূর্তে লিগ তালিকায় সবার উপরে রয়েছে এফসি গোয়া। ৬ টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।

Advertisement

[আরও পড়ুন: World Cup 2023: বিধ্বস্ত দল, অধরা সেঞ্চুরি, ড্রেসিংরুমে বসে চোখে জল কোহলির, ভাইরাল ছবি]

 

কেরল ব্লাস্টার্সও সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্টে। মোহনবাগান রয়েছে তিন নম্বরে। ৪ ম্যাচ খেলে সবুজ-মেরুনের সংগ্রহ ১২ পয়েন্ট। মোহনবাগানের থেকে এক ম্যাচ বেশি খেলে মুম্বই সিটির ঝুলিতে ১১ পয়েন্ট। ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে রয়েছে লিগ তালিকায়। ৫ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ৪ পয়েন্ট। লাল-হলুদ এখন ১০ নম্বরে। 
এরও আগে মোহনবাগানের সূচিতে পরিবর্তন হয়েছে। ইস্ট-মোহন ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। এখনও সেই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। 

Advertisement

 

[আরও পড়ুন: ফাইনালের চাপ! অজি বোলিংয়ের সামনে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং, সব দায়িত্ব শামিদের কাঁধে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ