Advertisement
Advertisement
Virat Kohli Babar Azam

‘খুব সহজেই কোহলিকে আউট করে দিতাম’, বাবরকে এগিয়ে রেখে মন্তব্য প্রাক্তন পাক বোলারের

টেকনিকের দিক থেকে বিচার করলে এগিয়ে বাবর, বলছেন প্রাক্তন পাক পেসার।

Former Pakistan pacer Naved ul Hasan says, he can easily get out Virat Kohli । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 18, 2023 9:52 am
  • Updated:July 18, 2023 10:42 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) খুব সহজেই তিনি আউট করতে পারবেন। পাকিস্তানের প্রাক্তন পেসার নাভেদ উল হাসান (Naved Ul Hasan) একথা বলেছেন। খেলা ছেড়ে দিলেও এতটাই আত্মবিশ্বাসী নাভেদ যে তিনি বলছেন খুব সহজেই আউট করে দিতেন কোহলিকে।

নাভেদ বলছেন, ”আমি যদি আগের ছন্দে বল করতে পারতাম তাহলে বিরাট ও বাবরের মধ্যে খুব সহজেই কোহলিকে আউট করে দিতে পারতাম। আমার হাতে ভাল আউটসুইং ছিল। ফলে আমার বলে স্লিপে বা উইকেটকিপারের হাতে ধরা পড়ত কোহলি।”

Advertisement

[আরও পড়ুন: আজ ঘরের মাঠে সামনে পাঠচক্র, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মহামেডান]

 

পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে নিরন্তর তুলনা চলে। দুই প্রতিবেশি দেশের দুই তারকার মধ্যে তুলনা প্রসঙ্গে নাভেদ উল হাসান জানিয়েছেন, বিরাট কোহলির থেকে টেকনিক্যালি অনেক ভাল বাবর আজম। এবং সুযোগ পেলে তিনি আউট করে দেবেন কোহলিকে।

Advertisement

একটি পডকাস্টে নাভেদ উল হাসান বলেন, ”বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে যখন তুলনা হয়, আমি সবসময়ে বলি বাবর টেকনিক্যালি অনেক ভাল কোহলির থেকে। ফলে ভুল কম করে বাবর। কোহলি প্রায় বছর দেড়েকের উপরে রানে ছিল না। ও বটম হ্যান্ডেড প্লেয়ার। এই ধরনের প্লেয়াররা ব্যর্থ হলে, ব্যর্থতা কাটাতে সময় লাগে।”

নাভেদ আরও বলেন, ”বাবর টেকনিক্যালি অনেক দক্ষ। কিন্তু কোহলির হাতে বাবরের থেকে বেশি শট আছে। যদিও শটের সীমাবদ্ধতা নিয়েও বাবর ভাল ব্যাটিং করছে। শট নির্বাচনও বেশ ভাল বাবরের।” কোহলির হাতে শট বেশি হওয়ার কারণ প্রসঙ্গে নাভেদ বলছেন, ”বাবরের হাতে বেশি শট থাকার কারণ ভারতের পিচ ব্যাটিং সহায়ক। আইপিএলে বিশ্বমানের বোলারদের খেলে থাকে কোহলি।”

[আরও পড়ুন: ‘ঠিক যেন বিরাট কোহলি’, আলকারাজের প্রতিভার ঝলকে মুগ্ধ হয়েছিলেন ধারাভাষ্যকারও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ