Advertisement
Advertisement
Met Gala

এবার মেট গালায় ‘তাণ্ডব’ প্যালেস্টাইনপন্থীদের, স্মোক বম্ব নিয়ে হামলা, গ্রেপ্তার বহু

'গাজায় বোম পড়লে মেট গালা হবে না', স্লোগান বিক্ষোভকারীদের।

Pro Palestine protestors attack Met Gala, many arrested

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 7, 2024 12:42 pm
  • Updated:May 7, 2024 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মেট গালায় (Met Gala) হামলা প্যালেস্টাইনপন্থীদের। স্মোক বম্ব নিয়ে ঐতিহ্যশালী ফ্যাশন ইভেন্টে কার্যত তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই গাজায় ইজরায়েলি সেনার ‘গণহত্যা’র প্রতিবাদে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। এবার ফ্যাশন ইভেন্টেও নিজেদের প্রতিবাদ পৌঁছে দিলেন প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা।

প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছিল মেট গালা। সেখানে নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়াও ভারতীয়দের মধ্যে র‍্যাম্পে হেঁটেছেন ইশা আম্বানি, নাতাশা পুনাওয়ালার মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। একাধিক তারকা উপস্থিত ছিলেন এই ঐতিহ্যশালী ইভেন্টে।

Advertisement

[আরও পড়ুন: পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে কী তদন্ত করছে ভারত? জানতে চায় আমেরিকা

সকলের নজর কাড়তে এই বিশেষ ইভেন্টকেই বেছে নিয়েছিলেন প্যালেস্টাইনপন্থীরা (Palestine)। অনুষ্ঠান শুরু হতেই মিউজিয়ামের সামনে বিক্ষোভকারীরা ভিড় জমান। স্লোগান দিতে শুরু করেন, “গাজায় যখন বোমা পড়ছে তখন মেট গালার অনুষ্ঠান হবে না।” স্মোক বম্ব ছুড়েও হামলার চেষ্টা চালান বিক্ষোভকারীরা। হামলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজন গ্রেপ্তার হয়েছেন সেই সংখ্যা প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বিক্ষোভকারীরা হান্টার কলেজের পড়ুয়া।

Advertisement

উল্লেখ্য, গাজায় (Gaza) ইজরায়েলি সেনার ‘গণহত্যার’ প্রতিবাদে উত্তাল আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়। তার মধ্যেই ইজরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করে আমেরিকা। তার পরেই আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয় প্যালেস্টাইনপন্থী প্রতিবাদ। অন্তত ২৪০০ পড়ুয়াকে বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে মেট গালার মতো আন্তর্জাতিক অনুষ্ঠানেও বিক্ষোভ দেখালেন প্যালেস্টাইনপন্থীরা।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে বিপত্তি! তৃতীয়বার মহাকাশে পাড়ি দিলেন না সুনীতা, কারণ কী?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ