Advertisement
Advertisement
corona virus

চার দশক আগে প্রকাশিত উপন‌্যাসে ইঙ্গিত করোনা ভাইরাসের! তোলপাড় নেটদুনিয়া

এখনও পর্যন্ত শুধু চিনেই মারা গিয়েছেন ১,৮৬৮ জনের বেশি মানুষ।

Wuhan 400: Novel predicted coronavirus 40 years ago, Internet stumped
Published by: Soumya Mukherjee
  • Posted:February 18, 2020 11:26 am
  • Updated:March 12, 2020 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের জেরে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব। এখনও পর্যন্ত শুধু চিনেই মারা গিয়েছেন ১,৮৬৮ বেশি মানুষ। চিনের ইউহান শহরে এই ভাইরাসের উৎপত্তি হয়েছিল। তারপর চিন তো বটেই, বিশ্বের আরও ২৫টি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কীভাবে এর থেকে পরিত্রাণ মিলবে, তা নিয়ে মাথা চুলকাচ্ছেন বিভিন্ন দেশের তাবড় বিজ্ঞানী ও চিকিৎসকরা।

এই পরিস্থিতিতে সামনে এসেছে এক মারাত্মক তথ‌্য। প্রায় ৪০ বছর আগেই একটি উপন‌্যাসে ‘ইউহান ভাইরাস’-এর সম্ভাবনার কথা ভবিষ‌্যদ্বাণী করা হয়েছিল। সে কথা সামনে আসতেই ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। কারণ, প্রথমত শহরটির নামও ইউহান। দুই, উপন‌্যাসে বর্ণিত ভাইরাস জৈব অস্ত্র হিসেবে গবেষণাগারে তৈরি করা হয়েছিল। চিনের বিরুদ্ধে অভিযোগ, নোভেল করোনা ভাইরাসও তারা অস্ত্র হিসেবে গবেষণাগারে তৈরি করছিল। কিন্তু তা কোনওভাবে ‘লিক’ হয়ে গিয়েই সাম্প্রতিক বিপত্তি সৃষ্টি করেছে। বইটিতে বলা হয়েছে, চিনের একজন বিজ্ঞানী যার নাম লি চেন, তিনি চিন থেকে পালিয়ে এসে আমেরিকায় বসবাস করছেন। সঙ্গে তিনি নিয়ে এসেছেন একটি ছোট ডিস্ক। যাতে আছে চিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক নতুন জৈব অস্ত্র ইউহান ৪০০-এর রেকর্ড।

Advertisement

[আরও পড়ুন: শরণার্থী শিবিরে ত্রাণ বিলি নিয়ে গন্ডগোল, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ২০ ]

প্রায় ৪০ বছর আগে লেখা একটি রহস‌্য কাহিনি ‘দ‌্য আইজ অফ ডার্কনেস (The Eyes of Darkness)’-এ ‘ইউহান ৪০০’ নামে ওই ভাইরাসের উল্লেখ করা হয়। রচনাকাল ১৯৮১। লেখক ডিন কুন্‌জ। সোশ‌্যাল মিডিয়ায় এই রহস‌্যপূর্ণ উল্লেখের বিষয়টি প্রথম নজরে আনেন @ডারেনপ্লাইমাউথ নামে এক টুইটার ব‌্যবহারকারী। টুইট করেন, ‘আমরা এক অদ্ভুত দুনিয়ায় বাস করি!’

[আরও পড়ুন: করোনার মারে বেকায়দায় ‘ড্রাগন’, সাহায্য নিয়ে পাড়ি দেবে ভারতের বিমান]

 

ওই বইটিতে ‘ইউহান ভাইরাস’-এর উল্লেখ দেখে নেটদুনিয়া কার্যত স্তম্ভিত। শুরু হয়ে যায় তুমুল হইচই। কেউ মন্তব‌্য করেন, ‘ওঁর লেখা প্রচুর বই পড়েছি। ওঁর বর্ণনাগুলো বাস্তবের অনেক কাছাকাছি। কিন্তু এটা সবাইকে ছাপিয়ে গিয়েছে।’ আর একজন লেখেন, ‘হ্যাঁ। ওই সিরিজটার কথা মনে পড়ছে। তখন ছোট ছিলাম। ভয়ে যেন প্রাণ বেরিয়ে গিয়েছিল।’ কারও মতে, ‘অবিশ্বাস‌্য সমাপতন!’ চিনকে খোঁচা দিয়ে কেউ কেউ বলেছেন, ‘এই ঘটনা কাকতালীয় হতে পারে না। স্পষ্ট বোঝা যাচ্ছে।’ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও বইটির প্রচ্ছদ এবং কিছুটা অংশ উদ্ধৃত করে লেখেন, ‘সত্যিই কি করোনা ভাইরাস চিনের তৈরি জৈব অস্ত্র ইউহান-৪০০? বইটি ১৯৮১-তে প্রকাশিত হয়েছিল। ’ ডিন কুন্‌জ এখনও জীবিত। তাই এই রহস্যের সমাধান করতে পারেন ৭৪ বছর বয়সি এই মার্কিন লেখক অথবা খোদ চিন সরকার। যদিও প্রশ্ন উঠছে সত্যি‌ কি আদৌও প্রকাশ্যে আসবে?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement