Advertisement
Advertisement

Breaking News

তোলাবাজির প্রতিবাদ করায় খুন BJP যুব মোর্চার নেতা, বিক্ষোভে উত্তাল ইসলামপুর

ধৃত এক দুষ্কৃতী।

BJP Youth leader allegedly murdered in Islampur | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 22, 2023 9:34 pm
  • Updated:July 22, 2023 9:34 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: তোলাবাজির প্রতিবাদ করায় খুন বিজেপির যুব মোর্চার নেতা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের শিবডাঙ্গি এলাকায়। এদিন সকালে তিন দুষ্কৃতী এলাকার এক কাপড়ের দোকানে তোলাবাজি করতে আসে বলে অভিযোগ। রুখে দাঁড়ান ওই যুবনেতা। পালটা তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। সন্ধেয় মৃত্যু হয় যুবকের। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি।

মৃতের নাম অসিত সাহা (২৩)। কোচবিহারে স্থায়ী বাড়ি। তবে দীর্ঘ বছর ধরে ইসলামপুরে মামা রতন সাহার বাড়িতে থাকতেন। বিজেপির যুব মোর্চার ইসলামপুর শহর মন্ডল সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। ঘটনার সূত্রপাত এদিন সকাল সওয়া ন’টা নাগাদ। ইসলামপুর বাজারের বীজহাটি এলাকার একটি কাপড়ের দোকানে হামলা চালায় তিন দুষ্কৃতী। জোর করে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর জখম হন বিজেপির যুব মোর্চার নেতা সহ দুই যুবক। ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম তিনজনকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। পরে যুব নেতাকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হল না। সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: বেকার ভোট দিয়েছি আপনাকে! ‘টক টু মেয়র’-এ কটাক্ষ শুনে চটে লাল গৌতম দেব]

নিহতের মামা কাপর ব্যবসায়ী রতন সাহার অভিযোগ, “দীর্ঘদিন ধরেই প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে টাকার দাবি করছিল বলে স্থানীয় তোফিক নামে এক যুবক। গত চারদিন আগেও টাকার দাবিতে দোকানে গোলমালের চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। এরপর সকালে দুই সঙ্গীকে নিয়ে সাহিল নামে এক যুবকের নেতৃত্বে ও দোকানে এসে ফের টাকার দাবি করেন। হুমকি দিয়ে অশান্তি সৃষ্টি করে। প্রতিবাদ করায় সেসময় দোকানে বসে থাকা আমার ভাগ্নার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি চালিয়ে দেয় ওই দুষ্কৃতী। তাঁকে রক্ষা করতে গিয়ে আরও এক যুবক ছুরিকাহত হন।”

Advertisement

মৃত্যুর খবর ইসলামপুরে পৌঁছতেই বিজেপির যুবকর্মীরা শিবডাঙ্গি এলাকার জাতীয় সড়কে টায়ারে জ্বালিয়ে অবরোধ করে। ক্ষোভে ফেটে পড়ে তারা। অবরোধ তুলতে এসে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিজেপির যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ চক্রবর্ত্তীর অভিযোগ,”ইসলামপুরে একের পর খুন হচ্ছে। আজ যুব মোর্চার নেতাকে তোলাবাজির প্রতিবাদ করায় খুন হতে হল। খুন আটকানোর চেষ্টা করেছে না প্রশাসন। শুধু একজন অপরাধীকে গ্রেপ্তার করলেই চলবে না, মূল মাথাকে ধরতে হবে।”

[আরও পড়ুন: হাসপাতাল থেকে পালিয়ে সাপে কাটা রোগী গেলেন ওঝার কাছে, ফোনে জানালেন, ‘ভাল আছি’!]

বিক্ষোভের প্রায় একঘন্টা পর ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। অবশেষে যুব মোর্চার কর্মীরা অবরোধ তুলে নেন। খুনের ঘটনার সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মহম্মদ শাহী ইসলামপুরের মেলারমাঠ এলাকার বাসিন্দা। ইসলামপুর পুলিশ সুপার যশপ্রীত সিংহ বলেন,”সকালে এক যুবক ছুরিতে জখম হন। তারপর তাঁকে শিলিগুড়িতে পাঠানো হয়। সন্ধ্যার পর ওই যুবক মারা যান। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ