Advertisement
Advertisement

Breaking News

ফি দিতে না পারার ‘শাস্তি’, চতুর্থ শ্রেণির ছাত্রকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল স্কুল কর্তৃপক্ষ

পুরপ্রধানের হস্তক্ষেপে পরে যদিও পরীক্ষা দেয় পড়ুয়া।

Class 4 student allegedly thrown out of school for not paying fee । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:December 6, 2023 9:43 pm
  • Updated:December 6, 2023 9:43 pm

সুমন করাতি, হুগলি: স্কুলের ফি দিতে পারেনি। পরীক্ষা দিতে আসার পর চতুর্থ শ্রেণির পড়ুয়াকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির এক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

ওই স্কুলের বার্ষিক পরীক্ষা চলছে। বুধবার ছিল ভূগোল পরীক্ষা। সকাল সাড়ে নটা নাগাদ স্কুলে পরীক্ষা দিতে আসে চতুর্থ শ্রেণির ছাত্র রণবীর সাউ। অভিযোগ, স্কুলের তরফ থেকে বলা হয় ফি বাকি থাকায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এমনকি তাকে ঘাড়ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই স্কুলেই দ্বিতীয় শ্রেণীতে পরে রণবীর সাউ এর বোন আরশি সাউ, তাকেও পরীক্ষা দিতে দেওয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের]

ঘটনার খবর পেয়ে স্কুলে আসেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু। চেয়ারম্যানের হস্তক্ষেপে পরে পরীক্ষা নেওয়া হয়। যদিও স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী ফি দাবি করা হয়েছে। ঘাড়ধাক্কা দিয়ে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়নি। অভিভাবকদের ডাকা হয়েছিল মাত্র। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, “খবর পেয়ে স্কুলে আসি। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে।”

Advertisement

[আরও পড়ুন: ভোট কাটুয়া ভাগাও! INDIA-কে শক্তিশালী করতে নয়া টোটকা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ