Advertisement
Advertisement
মমতা

‘মৌসম কংগ্রেস ছেড়ে ভাল করেছে’, মালদহের সভা থেকে বিরোধীদের সপাট জবাব মমতার

উত্তর মালদহ কেন্দ্রের সামসিতে মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা৷

CM Mamata Bannerjee attends rally for TMC candidate Mousam Noor
Published by: Sucheta Sengupta
  • Posted:April 18, 2019 3:13 pm
  • Updated:June 22, 2022 2:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সরকার গঠনে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ তাই বিয়াল্লিশে ৪২ চাইই চাই৷ বৃহস্পতিবার উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সামসিতে দলীয় প্রার্থী মৌসম বেনজির নূরের হয়ে প্রচারে গিয়ে ফের এই বক্তব্যে জোর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘মৌসমকে ভোট দিয়ে জেতান৷ অন্য কাউকে ভোট দেবেন না৷’

[আরও পড়ুন: প্রকাশ্য সভায় বিজেপি নেতাকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল]

উত্তর মালদহ কেন্দ্রের দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ গণিখান পরিবারের সদস্য মৌসম বেনজির নূর৷ লোকসভা নির্বাচনের আগেই তিনি এতদিনকার দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ একই কেন্দ্রের টিকিটও পেয়েছেন৷ এতেই বিতর্ক উঠেছিল৷ মৌসমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে কংগ্রেস কংগ্রেস তাঁর বিরুদ্ধে প্রচার করছিল৷ কিন্তু এদিন বক্তব্যের শুরুতেই সেই বিতর্ক চাপা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট দাবি, ‘অনেকে বলছেন, মৌসম অন্যায় করেছে দল ছেড়ে৷ কিন্তু না, মৌসম কোনও অন্যায় করেনি৷ বরং একেবারে সঠিক কাজ করেছে তৃণমূলে যোগ দিয়েছে৷ শুধু মৌসম কেন, মুর্শিদাবাদের দুই কংগ্রেস নেতা অধীর চৌধুরির ছাড়া থেকে সরে এসে তৃণমূলে যোগ দিয়েছে৷ অনেক নেতা দিনে কংগ্রেস করে, রাতে বিজেপি-আরএসএসের সঙ্গে আঁতাঁত করে৷’ তাঁর নিশানায় যে অধীর চৌধুরি, তা স্পষ্ট৷  

Advertisement

তাঁর কথায়, ‘এই জায়গায় মৌসমকে আবারও জেতাতে হবে৷ আপনারা যদি চান বিজেপি চলে যাক, তাহলে মৌসমকে জেতান৷ মৌসমকে ভোট দিন, অন্য কাউকে নয়৷ ও আমাদের কাছে থাকবে৷ আমরা ওকে এখানকার উন্নয়নের কাজে সাহায্য করব৷’ সামসির সভা থেকে এদিন উঠল নতুন স্লোগান৷ মমতা বললেন, ‘নরেন্দ্র মোদি সরকার/স্বৈরাচারী সরকার’, ‘নরেন্দ্র মোদি সরকার/বেরোজগেরে সরকার, চা’ওয়ালা গেল কোথায়/মোদিবাবু জবাব দাও৷’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের একেকটা ভোট, ওদের গালে একেকটা থাপ্পড়৷’ মানুষ নির্বাচনের মাধ্যমে ওদের জবাব দেবে৷ একটা ভোট, একটা থাপ্পড়৷

[আরও পড়ুন: পুরুলিয়ায় ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

এদিনও মুখ্যমন্ত্রী এনআরসি ইস্যু নিয়েও তোপ দেগেছেন৷ উপস্থিত জনতার উদ্দেশে তাঁর আহ্বান, ‘এনআরসি-র বদলা নিতে হবে৷ নাহলে আপনাদের, আমাদের তাড়িয়ে দেবে৷ এনআরসি মানে কী জানেন? ন্যাশনাল বিদায় সার্টিফিকেট৷’ সেইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, অন্ধ্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে বিগ জিরো পাবে বিজেপি৷ উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীরা সব ভোট পাবেন৷ ভাবছেন, বাংলায় ভোট পাবেন? কিচ্ছু হবে না৷ আমি যতদিন থাকব, ততদিন সংকীর্ণ রাজনীতি করতে দেব না৷ বাংলা ভাগ, সাম্প্রদায়িক অশান্তি–কোনওকিছু করা যাবে না বাংলায়৷’ এদিন সামসিতে মুখ্যমন্ত্রীর সভায় ব্যাপক ভিড়ের মাঝে খানিকটা বিশৃঙ্খলা দেখা যায়৷ তাতে কিছুটা বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সকলকে শান্ত করে তিনি বক্তব্য শুরু করেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement