Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: ভোট গণনার দিন থেকে নিখোঁজ, ৭ দিন পর বুদবুদের জঙ্গল থেকে উদ্ধার ‘তৃণমূল’ কর্মীর দেহ

মৃতের ভাইয়ের দাবি, দাদা কোনও দল করতেন না।

Dead body of TMC worker recovered from Jungle in Durgapur | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 17, 2023 9:05 pm
  • Updated:July 17, 2023 9:05 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভোট গণনা (Panchayat Election 2023) দিন থেকে নিখোঁজ ছিলেন এক যুবক। সাতদিন পর বুদবুদে সেই যুবকের মৃতদেহ উদ্ধার হল জঙ্গল থেকে। পুলিশ সূত্রের খবর, দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। যুবকের মৃত‌্যু ঘিরে রহস‌্য দানা বেঁধেছে। মৃত যুবক দলের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি তৃণমূলের। যদিও মৃতের ভাইয়ের দাবি, দাদা কোনও দল করতেন না।

সোমবার সকালে বুদবুদ থানার বাইপাসের ধারে একটি সরকারি অতিথিশালা পেছনের জঙ্গল থেকে উদ্ধার হয় চাঁদু বাউরির (৪১) দেহ। তাঁর বাড়ি গলসি থানার পোতনা গ্রামে। সূত্রের খবর, পঞ্চায়েত ভোট গণনার দিন বুদবুদে গিয়েছিলেন চাঁদু। সেখানে গলসি ১ ব্লকের ভোট গণনাকেন্দ্রে তাঁকে দেখা গিয়েছে। ওই দিন দুপুর বারোটা পর থেকে তাঁর আর কোনও খোঁজ পায়নি পরিবারের লোকজন। এ নিয়ে বুদবুদ থানায় মিসিং ডায়েরি করেন নিখোঁজের ছেলে ধর্মেশ্বর বাউরি। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) কুমার গৌতম।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গে মহিলাদের উপর অত্যাচার! রাজ্যে আসছে বিজেপির ৫ মহিলা সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম]

গণনার দিন অশান্তি হয়ে ছিল বুদবুদে। গণনাকেন্দ্রে বহিরাগতদের হঠাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। বিরোধী দলের প্রার্থীদের এজেন্টদের আক্রান্ত হতে হয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূলের দিকে। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে কয়েকজন তৃণমূল নেতাকর্মী। সেই অশান্তিতেই কি কোনওভাবে জখম হয়েছিলেন চাঁদু? বা কেউ তাঁকে মারধর করে জঙ্গলে ফেলে দেয়? তাঁর মৃত‌্যু নিয়ে রহস‌্য দানা বেঁধেছে। পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে মৃতের ভাই ফাগুন বাউরি বলেন, ‘‘আমরা গত সপ্তাহেই থানায় নিখোঁজ ডায়েরি করেছি। তারপর দাদার হদিশ পেতে থানায় বারবার এসেছি। পুলিশ কোনও সহযোগিতা করেনি।’’ মৃতের ভাই জানান, দাদা কোনও রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী ছিলেন না।

Advertisement

তৃণমূলের গলসি ১ ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে, তা না জেনে অকারণে কাউকে দোষারোপ করব না। পুলিশ তদন্ত করছে।” বিজেপির পূর্ব বর্ধমানের সহ সভাপতি রমন শর্মা বলেন, “তৃণমূলের বহিরাগতরা গণনাকেন্দ্রে বিরোধীদের ব্যালট লুঠ করতে এসেছিল। সেই সময়ে পুলিশ লাঠি চার্জ করে। তৃণমূলের হাতেও আক্রান্ত হতে পারেন ওই ব্যক্তি। তাতে হয়তো মৃত‌্যু হয়েছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’’

[আরও পড়ুন: আকাশপথে যাত্রীর মোবাইলে বিস্ফোরণ! জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ