Advertisement
Advertisement

Breaking News

Prabha Atre

রাশিদ খানের পর প্রয়াত সঙ্গীতশিল্পী প্রভা আত্রে, ফের শূন্যতা শাস্ত্রীয় সঙ্গীতমহলে

২০২২ সালে পদ্মবিভূষণে ভূষিত হন ডক্টর প্রভা আত্রে।

Renowned classical singer Prabha Atre dies at 92| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 13, 2024 1:26 pm
  • Updated:January 13, 2024 1:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডক্টর প্রভা আত্রে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পুনেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৯২। জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন শিল্পী।

প্রভা আত্রে। ১৯৩২ সালে ১৩ সেপ্টেম্বর জন্ম হয় তাঁর। ছোট থেকেই গানের প্রতি তাঁর টান। বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতই তাঁকে প্রভাবিত করত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় নজির সৃষ্টি করেছিলেন শিল্পী। ভারত সরকারের তিনটি পদ্ম পুরস্কারেই ভূষিত হয়েছেন। তবে শুধুই ধ্রুপদী সঙ্গীত নয়, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রভা আত্রে। বিজ্ঞানে স্নাতক হলেও গানবাজনাতে মন পড়ে থাকত তাঁর। পড়াশুনোর পাশাপাশি গান শেখার সিদ্ধান্ত নেন। আত্রে পরিবারও তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করেননি। মাত্র আট বছর বয়স থেকেই তাঁর জীবনে গান গাওয়া শুরু। প্রভা তাঁর মা ইন্দিরা আত্রের গানে অনুপ্রাণিত হয়েছিলেন। পণ্ডিত সুরেশ মানে এবং হীরাবাঈয়ের শিষ্য ছিলেন প্রভা।

Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

২০২২ সালে পদ্মবিভূষণে ভূষিত হন। ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০২ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন শিল্পী। তিনি ১৯৯১ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: একের পর এক টুইস্টে ভরা ‘মেরি ক্রিসমাস’, ক্যাটরিনা-বিজয়ের জুটি ধরায় নতুনত্বের নেশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ