Advertisement
Advertisement

Breaking News

Shiboprosad Mukherjee

বন্যায় ভাসছে দিল্লি, রাষ্ট্রপতি ভবনে ‘রক্তবীজ’ ছবির শুটিং, অভিজ্ঞতা শেয়ার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের

পুজোয় মুক্তি পাবে এই ছবি।

Shiboprosad Mukherjee share shooting experience in raisina hill| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 13, 2023 7:04 pm
  • Updated:July 13, 2023 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল ছবির জন্য নিজেদের একশো শতাংশ দিতে পিছপা হন না টলিউডের সুপারহিট জুটি শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়। আর সেটাই যেন আবার প্রমাণ করলেন শিবপ্রসাদ ও নন্দিতা। যখন গোটা দিল্লি জুড়ে বন্যা পরিস্থিতি, ঠিক তখনই রাজধানীতে নতুন ছবি রক্তবীজের শুটিং সারলেন পরিচালক জুটি। আর সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন ফেসবুকে।

ফেসবুকে শিবপ্রসাদ লিখলেন, ”সম্ভবত প্রথমবার কোনো বাংলা সিনেমায় রাষ্ট্রপতি ভবন এর দৃশ্য দেখা যাবে। সারা দিল্লি যখন ভাসছে তখন কি করে এই শুটিং হয়েছে তা ঈশ্বর জানেন। আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হত না। আজ থেকে ঠিক একশো দিন বাদে ‘রক্তবীজ’ সিনেমায় দেখা যাবে সেই দৃশ্য।”

Advertisement

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! ‘খুব খুশি গৌরী’, ফাঁস করলেন শাহরুখ]

প্রসঙ্গত,  নতুন ছবি ‘রক্তবীজ’ নিয়ে বলতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় বলেন, ”সেই সময় এই ঘটনা নিয়ে চারিদিকে অনেক রকম থিওরি বা ন্যারেটিভ তৈরি হয়েছিল। এখানে কারা বোমা বানাত, কেনই বা বানাত তারা। এদের লক্ষ্যটা ঠিক কী ছিল। আমি আর নন্দিতাদি প্রথম থেকেই এই নিয়ে খবরের কাগজে বের হওয়া নানা তথ্য নজরে রাখছিলাম। সেটাই আমাদের দুজনকে ভাবিয়েছিল। তখন থেকে মনে হয়েছিল এটা নিয়ে ছবি তৈরি করা যেতে পারে।”

Advertisement

‘রক্তবীজে’র হাত ধরে নন্দিতা ও শিবপ্রসাদের টিমে এবার অনেক নতুন এন্ট্রি। যেমন রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, সত্যম, অঙ্কিতা মাঝি, গুলশানারা খাতুনের মতো অভিনেতারা। তবে শুধুই অভিনেতা নয়। এই ছবির চিত্রনাট্যও লিখবেন জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল। শিবপ্রসাদের কথায়, ”আমি আর নন্দিতাদি বরাবরই চেষ্টা করি, নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করতে। যেমন, ভিক্টরদা আমাদের সঙ্গে কোনওদিনও কাজ করেননি। ওনাকে ছবিতে পাওয়াটা একেবারে স্বপ্নের মতো। অন্যদিকে, সত্যম। বল্লভপুরে ওর অভিনয় দেখে তো আমি একেবারে মুগ্ধ। মন্দার সিরিজের দেবাশিস মণ্ডলের অভিনয় দেখে হতবাক। এছাড়াও অঙ্কিতা, গুলশানারার মতো অভিনেতা। এরা তো নতুন জেনারেশন। এদের সঙ্গে কাজ করার মধ্য়ে একটা আলাদা আনন্দ রয়েছে। তার মধ্য়ে প্রায় ১৪ বছর পর পুরনো বন্ধু কাঞ্চন মল্লিকের সঙ্গে কাজ করতে পারব। আমাদের প্রোডাকশনে কাজ করলেও, অম্বরীশ আমাদের পরিচালনায় কাজ করেনি। এই ছবিতে তাঁকেও পেয়েছি। অনেকজন মিলে একটা ভাল কিছু করার চেষ্টা করছি। জানি না কতটা পারব। তবে হ্যাঁ, আমাদের টিমে নতুন অনেকে। ”

[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ