Advertisement
Advertisement

Breaking News

কী সাঙ্ঘাতিক! তৃষ্ণা মেটাতে নর্দমার জলই ভরসা গ্রামবাসীর

কোথায় ঘটছে এমনটা?

Deprived of drinking water facility, villagers compelled to drink drain water in Dantewada
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2018 4:46 pm
  • Updated:May 22, 2018 4:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কপানীয় জল নিয়ে মন খারাপ করে দেওয়া ছবি। খাবার জল না পেয়ে নর্দমার নোংরা জলই পান করছেন বাসিন্দারা। হ্যাঁ, এই সুজলা সুফলা ভারতবর্ষেরই নিত্যদিনের ছবি এটি। ঘটনাস্থল ছত্তিশগড়ের দান্তেওয়াড়া। গোটা ঘটনায় প্রশাসনের দিকেই উঠছে অভিযোগের আঙুল। জানা গিয়েছে, দান্তেওয়াড়ার গ্রামগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। সেই সঙ্গে নেই দৈনন্দিন জীবনের জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত জলের জোগান। তাই বাধ্য হয়েই নর্দমার নোংরা দূষিত পান করতে বাধ্য হন গ্রামবাসী। এই গরমে যত চাঁদি ফাটছে, তত জলের সঙ্কট প্রকট হচ্ছে। এমনই অবস্থা যে জল কিনে খাওয়া হবে তারও উপায় নেই। নর্দমার জল দিয়ে কোনওরকম পেট ভরলেও রোগজীবাণু থেকে রেহাই মিলছে না। সরকারের কাছে বাসিন্দাদের একটাই আরজি, পরিশ্রুত পানীয় জল।

[আস্থাভোট পর্যন্ত হোটেলেই বন্দি বিধায়করা]

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, আমাদের দিন আনি দিন খাই পরিস্থিতি। তাই টাকা পয়সা খরচ করে খাওয়ার জল কিনতে পারি না। ওই নোংরা নর্দমার উপরেই ভরসা রাখতে হয়। এমনই অবস্থা যে কাপড় কাচা, বাসন মাজা বা অন্য কোনও প্রয়োজনীয় কাজে নর্দমার জল ব্যবহার করার সাহস দেখাতে পারি না। যদি এটুকুও ফুরিয়ে যায়, তাহলে খাব কী?

Advertisement

এদিকে ডিজিটাল ইন্ডিয়ার মানুষ নর্দমার নোংরা জলে তৃষ্ণা মেটাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। ছত্তিশগড় সরকারের তরফে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক প্রধানকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জলের এহেন সঙ্কটের খবর পৌঁছেছে দান্তেওয়াড়ার জেলা সংগ্রাহক সৌরভ কুমারের কাছে। তিনি পরিশ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিয়ে জানিয়েছেন,  গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় টিউবওয়েলের সংখ্যা কম থাকলে পর্যাপ্ত পরিমাণে তা বসানোর ব্যবস্থা হচ্ছে। খুব শিগগির পরিশ্রুত পানীয় জল পাবেন বাসিন্দারা।

Advertisement

[সম্প্রীতির অনন্য নজির, হিন্দু ভাইয়ের প্রাণ বাঁচাতে রোজা ভাঙলেন মুসলিম যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ