Advertisement
Advertisement

Breaking News

Karnataka

তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্নাটক, নির্দেশ কাবেরী জলবণ্টন কর্তৃপক্ষের

কাবেরীর জলবণ্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ বহুদিনের।

Karnataka asked to release 5,000 cusecs water of Cauvery for another 15 days। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 18, 2023 9:32 pm
  • Updated:September 19, 2023 1:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও পনেরো দিন তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্নাটক। কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠকে নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত। যদিও তামিলনাড়ুর তরফে দাবি করা হয়েছিল ১২ হাজার ৫০০ কিউসেক জলের।   

কাবেরীর জল ছাড়া নিয়ে সোমবার জরুরী বৈঠক ডাকা হয়। যেখানে তামিলনাড়ু (Tamil Nadu) ও কর্নাটক (Karnataka) দুই রাজ্যই নিজেদের প্রতিনিধি পাঠিয়েছিল। এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে। 

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে আফিম চাষ ধ্বংস করবে বায়ুসেনার বিমান!]

গত আগস্ট মাসেই কাবেরীর জলবণ্টন (Cauvery Water Management) নিয়ে সুপ্রিম কোর্ট কাবেরী জল ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট তলব করে। এর পরই কমিটির তরফে নির্দেশ দেওয়া হয়, ১৫ দিন তামিলনাড়ুকে প্রতিদিন ৫০০০ কিউসেক জল দেওয়া হবে। কমিটির এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে। চাষবাসের ক্ষতি হবে। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে কর্নাটকের মান্ড্য জেলা। রাতভর সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা। গত মাসের পর এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও পনেরো দিন তামিলনাড়ুকে জল দেওয়া হবে। 

Advertisement

উল্লেখ্য, কাবেরীর জলবণ্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ বহুদিনের। এর আগেও কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল তামিলনাড়ু। নদী কারও একার নয়। কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। ২০১৮ সালে কাবেরী নদীর জলবণ্টন মামলা নিয়ে এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

[আরও পড়ুন: অনন্তনাগে এখনও চলছে এনকাউন্টার, জঙ্গল থেকে উদ্ধার জেহাদির দগ্ধ দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ