Advertisement
Advertisement
Karti Chidambaram

‘রাহুলের থেকে জনপ্রিয় মোদি’, ‘স্বীকারোক্তি’র জেরে চাপে কার্তি চিদম্বরম, নোটিস ধরাল কংগ্রেস

শোকজ নোটিসের জবাবও দিতে নারাজ কার্তি।

Karti Chidambaram issued a showcause notice for his comments on Rahul Gandhi and Narendra Modi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 9, 2024 5:34 pm
  • Updated:January 9, 2024 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) থেকে জনপ্রিয় নরেন্দ্র মোদি। সরল অকাতর স্বীকারোক্তি। তাতেই দলের অন্দরে প্রবল চাপে পড়ে গেলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম (Karti Chidambaram)। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলেকে নোটিস ধরাল কংগ্রেস।

প্রশ্নাতীতভাবেই এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি (Narendra Modi)। অন্তত রাহুল গান্ধীর চেয়ে তাঁর জনপ্রিয়তা বেশি। সেটা বারবার বহু সমীক্ষায় উঠে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই মেনে নিয়েছেন কার্তি চিদম্বরম। ওই একই সাক্ষাৎকারে কার্তি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমের (EVM) প্রতি তাঁর অগাধ আস্থা। সেটাও কংগ্রেসের ঘোষিত অবস্থানের বিরোধী। কংগ্রেস ইদানিং ইভিএম নিয়ে নির্বাচন কমিশনকে ব্যতিব্যস্ত করে রেখেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]

একে তো দলের সবচেয়ে জনপ্রিয় নেতাকে মোদির থেকে কম জনপ্রিয় বলা। তার উপর আবার ইভিএমকে সমর্থন। একই সাক্ষাৎকারে জোড়া বোমা ফাটিয়ে দিয়েছেন তামিলনাড়ুর কংগ্রেস (Congress) সাংসদ। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দল। তাঁকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। দলের তরফে ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। তামিলনাড়ুর কংগ্রেস নেতাদের বক্তব্য, লোকসভার মুখে এই ধরনের মন্তব্য দলের সম্ভাবনার পরিপন্থী।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

যদিও তামিলনাড়ু কংগ্রেসের পাঠানো ওই শোকজ নোটিসের জবাব দিতে নারাজ কার্তি। তাঁর পালটা বক্তব্য, তিনি একজন সাংসদ। তাই তাঁকে শোকজ করার অধিকার তামিলনাড়ু কংগ্রেসের নেই। সেটা করতে পারে একমাত্র AICC। শোনা যাচ্ছিল, লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে পারেন কার্তি। কিন্তু ওই মন্তব্যের পর তাঁর সম্ভাবনা খানিকটা হলেও কমল বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement