Advertisement
Advertisement

Breaking News

Priyanka Gandhi

কেরলেও রাম-বাম আঁতাঁত! রাহুলের পর এবার বিজয়নকে নিশানা প্রিয়াঙ্কার

বিজয়নের উদ্দেশে প্রিয়াঙ্কার প্রশ্ন, "সোনা পাচারকাণ্ডে নরেন্দ্র মোদি সরকারের এজেন্সিগুলি আপনার বিরুদ্ধে কোন পদক্ষেপটা করেছে?"

Kerala CM Pinarayi Vijayan compromised, attacks only Congress, Says Priyanka Gandhi

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:April 20, 2024 7:05 pm
  • Updated:April 20, 2024 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির উত্থানের পর থেকেই এ রাজ্যে রাম-বাম আঁতাঁতের অভিযোগে সরব তৃণমূল। শাসকদল বরাবর বলে আসছে, তৃণমূলকে হারাতে বামের ভোট যাচ্ছে রামে। এবার এই একই অভিযোগ উঠছে কেরলে। মজার কথা হল, এই অভিযোগ করেছে কংগ্রেস (Congress)। যারা কিনা কেরলের বাইরে গোটা দেশে বামেদেরই জোটসঙ্গী।

রাহুল গান্ধী আগেই একাধিকবার আক্রমণ করেছেন। এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে সরাসরি বিজেপির আঁতাঁতের অভিযোগ তুললেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদকের বক্তব্য, “কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন। তাই বিজেপির সমালোচনা না করে বার বার রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেসকে আক্রমণ করেন।’ বিজয়নের উদ্দেশে প্রিয়াঙ্কার প্রশ্ন, “সোনা পাচারকাণ্ডে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের এজেন্সিগুলি আপনার বিরুদ্ধে কোন পদক্ষেপটা করেছে?”

Advertisement

[আরও পড়ুন: জেলে কেজরিওয়ালকে ধীরে ধীরে হত্যার চেষ্টা! বিস্ফোরক অভিযোগ আপের]

এর আগে রাহুল গান্ধীও এই একই প্রশ্ন করেছিলেন। শুক্রবার তিনি বলেন, “দেশের দুই মুখ্যমন্ত্রী বর্তমানে জেলবন্দি। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে এমনটা ঘটল না কেন? আমি ২৪ ঘণ্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছি, অন্যদিকে কেরলের মুখ্যমন্ত্রী ২৪ ঘণ্টা আমাকে আক্রমণ শানিয়ে চলেছেন। এটা সত্যিই বিস্ময়কর।”

Advertisement

[আরও পড়ুন: দূরদর্শনের গৈরিকীকরণ! লোগো বিতর্কে মুখ খুললেন প্রসার ভারতীর প্রধান]

লোকসভা ভোটের (Lok Sabha 2024) দ্বিতীয় পর্বে নির্বাচন কেরলে। উনিশে এই কেরলে ২০ আসনের উনিশটিই জিতেছিল কংগ্রেস। তাই কেরল কৌশলগতভাবে কংগ্রেসের জন্য ভীষণ জরুরি। সার্বিকভাবে ভালো আসন পেতে হলে, কেরলে উনিশের ফলের পুনরাবৃত্তি ঘটাতেই হবে। সেরাজ্যে হাতের মূল প্রতিদ্বন্দ্বী কাস্তে। তাই বিজয়নদের আক্রমণ করতে পিছপা হচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধীরা। কিন্তু তাতে যে আসলে ক্ষতি হচ্ছে ইন্ডিয়া জোটেরই, সেটা বোধ হয় বুঝতে পারছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ