Advertisement
Advertisement

Breaking News

REE

ব্যবহৃত হয় সেলফোন থেকে এয়ারক্র্যাফট নির্মাণে, এবার দেশেই মিলল ১৫ ধরনের দুর্লভ খনিজের সন্ধান

লিথিয়ামের পর এবার দেশে মিলল দুর্লভ খনিজের খোঁজ।

Large deposits of 15 rare earth elements found in Andhra Pradesh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 8, 2023 3:06 pm
  • Updated:April 8, 2023 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অনন্তপুর জেলায় মিলল ১৫ ধরনের ‘পৃথিবীর দুর্লভ উপাদান’ তথা আরইই’র (REE) সন্ধান। উল্লেখ্য, এই আরইই সেলফোন, টেলিভিশন, কম্পিউটারের মতো বহু ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয়। হায়দরাবাদের ‘ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’ তথা এনজিআরআই এবার অনন্তপুরে পেলেন আরইই’র সন্ধান।

সংস্থার বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালাচ্ছিলেন সায়ানাইটের মতো অ-প্রথাগত পাথর নিয়ে। সেই সময়ই আচমকা তারা ওই খনিজ পদার্থগুলির সন্ধান পান। পদার্থগুলির মধ্যে রয়েছে অ্যালানাইট, থোরাইট, জিরকনের নানা উপাদান। বিজ্ঞানীরা এই আবিষ্কার সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, এই খনিজ পদার্থগুলি শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ ও স্থায়ী চুম্বক নির্মাণের মতো নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই স্থায়ী চুম্বক টার্বাইন, জেট এয়ারক্র্যাফট ও আরও নানা বস্তুতে ব্যবহৃত হয়। তাছাড়া আরইই ব্যবহৃত হয় উচ্চ পর্যায়ের প্রযুক্তিতে। ফলে বিপুল পরিমাণে আরইই’র সন্ধান পেয়ে উচ্ছ্বসিত দেশের বিজ্ঞানী মহল।

Advertisement

[আরও পড়ুন: ‘পশ্চিমী দুনিয়ার মতোই আরএসএসকে ভুল বুঝছেন রাহুল’, মন্তব্য মার্কিন বুদ্ধিজীবীর]

প্রসঙ্গত, এর আগে ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, দেশের মধ্যে প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছে জম্মু ও কাশ্মীরে। মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম ওখানে রয়েছে বলে অনুমান। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতেই মূলত ব্যবহৃত হয় লিথিয়াম। এযাবৎকাল লিথিয়ামের জন্য বিদেশ থেকে আমদানির উপরই ভরসা করতে হত ভারতকে। তাই দেশেই লিথিয়ামের সন্ধান মেলায় তা দেশের অর্থনীতির জন্য উপকারী হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এবার দু’মাসের মধ্যেই REE মিলল অন্ধ্রপ্রদেশে।

Advertisement

[আরও পড়ুন: ভিন্দ্রানওয়ালের মতো চেহারা চাই, জর্জিয়া গিয়ে প্লাস্টিক সার্জারিও করান অমৃতপাল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ