Advertisement
Advertisement

Breaking News

Babita Phogat

‘দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন’, ভিনেশদের হেনস্তার পরেও ভোট দিয়ে মোদিস্তুতি ববিতার

স্ত্রীর হয়ে ভোট দিতে গিয়ে বিতর্কে জড়ালেন মহাবীর সিং ফোগাট।

MS Dhoni, Babita Phogat casts vote in Lok Sabha 2024

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 25, 2024 2:37 pm
  • Updated:May 25, 2024 5:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছিলেন ভিনেশ ফোগাটরা। রাস্তায় ফেলে তাঁদের বেধড়ক মারধর করেছিল পুলিশ। পদকজয়ী কুস্তিগিরদের এহেন দশায় প্রতিবাদের ঝড় উঠেছিল দেশজুড়ে। কিন্তু সেই ভিনেশ ফোগাটের দিদি ববিতা ভোট দিয়ে জানালেন, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার। পাশাপাশি, স্ত্রীর হয়ে ভোট দিতে গিয়ে বিতর্কে জড়ালেন দ্রোণাচার্য মহাবীর ফোগাট।

শনিবার ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে। হরিয়ানার ১০ আসনে এদিন ভোটগ্রহণ (Lok Sabha 2024) হয়। বাবা মহাবীর ফোগাট এবং মাকে সঙ্গে নিয়ে চারখি দাদরি এলাকায় ভোট দিতে গিয়েছিলেন কুস্তিগির ববিতা ফোগাট। নির্বাচনের সময়েই বিতর্কে জড়ান দ্রোণাচার্য পুরস্কারজয়ী মহাবীর। ভোটকেন্দ্রের ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে নিজের ভোট দেন কুস্তিগির কোচ। তার পরে স্ত্রীর হয়েও ইভিএমে বোতাম টেপেন তিনি। যেসময় মহাবীর (Mahabir Singh Phogat) স্ত্রীর হয়ে ভোট দেন সেই সময়ে ইভিএমের ধারেকাছেও ছিলেন না মহাবীরপত্নী। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: সুনীলের বিদায়ী ম্যাচে ভরা যুবভারতী চান স্টিমাচ, এক সপ্তাহ আগেই কলকাতায় ভারতীয় দল

ভোট দেওয়ার পরে ববিতার (Babita Phogat) মন্তব্য নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। কমওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির বলেন, “ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য ভোট দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তাই আমজনতাকে বলতে চাই, সকলে ভোট দিন।” ববিতার এই মন্তব্যে শুরু হয়েছে জল্পনা। তাঁর বোন ভিনেশ ফোগাট পথে নেমে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন, তা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ববিতা? উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

এছাড়াও শনিবার ভোট দিয়েছেন তারকা ক্রিকেটাররা। রাঁচিতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), দিল্লিতে গৌতম গম্ভীর, হরিয়ানায় কপিল দেব (Kapil Dev) ভোট দিয়েছেন এদিন। উল্লেখ্য, চলতি আইপিএলে কেকেআরের মেন্টর হিসাবে কাজ করছেন গম্ভীর (Goutam Gambhir)। ফাইনালের আগের দিনই কেকেআর শিবির ছেড়ে দিল্লিতে গিয়ে ভোট দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। ‘গত ১০ বছরে সরকার দেশের অনেক উন্নতি করেছে’, ভোট দিয়ে বলেন তিনি। বিশ্বকাপজয়ী দুই ক্রিকেট অধিনায়কও নিজেদের কেন্দ্রে ভোট দেন।

 

[আরও পড়ুন: আইপিএল ফাইনালে জমজমাট আয়োজন, সমাপ্তি অনুষ্ঠানে গান গাইবে মার্কিন ব্যান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ