Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

অশান্ত রাজ্যে রাহুলের সফর ‘প্রশংসনীয়’, দলের উলটো সুর মণিপুরের বিজেপি প্রধানের

মণিপুরের অশান্তি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়, মন্তব্য বিজেপি নেত্রীর।

Now BJP Manipur chief 'appreciates' Rahul Gandhi's visit and asks not to politicise issue | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 1, 2023 8:59 pm
  • Updated:July 1, 2023 9:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুনতে অলীক লাগলেও সত্যি। রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ এক বিজেপি নেতা। যে সে নেতা নন, খোদ মণিপুরের গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি অধিকারীমায়ুম শারদা দেবী প্রশংসা করলেন কংগ্রেস নেতার। নেপথ্যে অশান্ত রাজ্যে রাহুলের শান্তির সফর। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর মণিপুর সফরের প্রশংসা করি আমি।” তাঁর আরও বক্তব্য, রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।

বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে গোষ্ঠীহিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শরণার্থী শিবিরে যান রাহু গান্ধী। যদিও ইম্ফল (Imphal) থেকে মাত্র ২০ কিলোমিটার যেতেই তাঁর কনভয় আটকে দেওয়া হয়। পড়ে অবশ্য হেলিকপ্টারে চূড়াচাঁদপুরে পৌঁছান রাহুল। এছাড়াও বিষ্ণপুর শরাণার্থী শিবিরে গিয়ে দেখা করেন জাতিহিংসায় ঘরছাড়াদের সঙ্গে। শান্তির বার্তা দেন। কংগ্রেস নেতার সফর নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও মণিপুরে নিয়ে রাহুল গান্ধী টুইট করেন, “সরকার আমাকে বাধা দিলেও মণিপুরের মানুষ আমাকে স্বাগত জানিয়েছে, ভালবাসা দিয়েছে। মণিপুরের নিরাময় প্রয়োজন। শান্তি আমাদের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত।”

Advertisement

[আরও পড়ুন: ভিখারির বেশে ভারতের জেমস বন্ড! পাকিস্তানের পরমাণু অস্ত্র তৈরির ষড়যন্ত্র ফাঁস করেন ডোভালই]

শনিবার সংবাদ সংস্থা এএনআইকে শারদা দেবী বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমি রাহুল গান্ধীর রাজ্য সফরের প্রশংসা করি। তবে পরিস্থিতির সমাধান এবং শান্তি ফেরানোর দিকে নজর দিতে হবে। বিষয়টি রাজনীতি হওয়া উচিত নয়।” যদিও রাহুল গান্ধীর মণিপুর সফর নিয়ে কটাক্ষ করেছেন একাধিক বিজেপি নেতা। তাদের অন্যতম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মণিপুরে বিদ্যমান বিভাজন তীব্রতর করার জন্য রাজনৈতিক নেতার পরিবর্তে সহানুভূতি প্রয়োজন। যদিও খোদ মণিপুরের বিজেপি প্রধানের মুখে কংগ্রেস নেতার প্রশংসা শোনা গেল।

Advertisement

[আরও পড়ুন: গরুর মাংস নিয়ে বাইকে! মধ্যপ্রদেশে দুই মুসলিম ব্যক্তিকে লাঠি দিয়ে মার, অভিযুক্ত বজরং দল]

গত প্রায় দু’মাস ধরে জ্বলছে মণিপুর। সম্প্রতি সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। কীভাবে সেখানে শান্তি ফেরানো যায়, সেই চেষ্টাই করছে প্রশাসন। বিরোধীদের টানা আক্রমণের মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই গত শনিবার সর্বদল বৈঠক ডাকেন শাহ। মেতেই-কুকি সংঘাতে এখনও পর্যন্ত মণিপুরে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ