Advertisement
Advertisement

Breaking News

Parliament Monsson Session

সংসদের বাদল অধিবেশন কবে থেকে? জানিয়ে দিল কেন্দ্র

কবে পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি আইন, মিলল সে ইঙ্গিতও

Parliament Monsson Session to start form 20 july | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 1, 2023 1:03 pm
  • Updated:July 1, 2023 1:07 pm

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরু হবে আগামী ২০ জুলাই। এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। জানিয়ে দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি আইন (UCC)। এমনটাই দাবি সূত্রের।

সংসদের এই বাদল অধিবেশন ঐতিহাসিক হতে চলেছে। কারণ এবারই নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন বসবে। যদিও সংসদ (Parliament) সূত্রের খবর, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও নতুন সংসদ ভবনের ভিতরের কোনও কোনও কাজ এখনও বাকি। জোরকদমে সেটা শেষ করার চেষ্টা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ শেষ না করা যায়, তাহলে পুরনো সংসদে অধিবেশন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নতুন ভবনে অধিবেশন করার মরিয়া চেষ্টা করছে সরকার।

Advertisement

[আরও পড়ুন: ‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের]

বাদল অধিবেশন রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ দ্বিতীয় মোদি (Narendra Modi) সরকার এর পর আর মাত্র একটি পূর্ণাঙ্গ অধিবেশন পাবে। সেটি হল শীতকালীন অধিবেশন। তাই সরকার যদি অভিন্ন দেওয়ানি বিধি বা অন্য কোনও বিতর্কিত বিল পেশ করতে চায়, সেটার জন্য এটাই সেরা সময়। সংসদের এই অধিবেশনেই আবার দিল্লির বিতর্কিত অর্ডিন্যান্স পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়েও বিতর্ক হওয়ার সম্ভাবনা। তবে মূল ফোকাস রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি আইনেই।

Advertisement

[আরও পড়ুন: দেওয়ালে হাঁ করা সিংহ দেখে ‘ভয়’! বস্তায় ঢাকল ফরওয়ার্ড ব্লক প্রতীকের মুখ]

কেন্দ্র সরকারি সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত হচ্ছে। সেটা পেশ করা হতে পারে ৫ আগস্ট। আসলে এই ৫ আগস্ট মোদি সরকারের জন্য ঐতিহাসিক। এই ৫ আগস্টই সংবিধানের ৩৭০ ধারা বাতিল হয়েছিল। আবার এই ৫ আগস্টই রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুটিই ছিল বিজেপির অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি। এবার তৃতীয় বড় নির্বাচনী প্রতিশ্রুতিটিও ৫ আগস্টই পূরণ করার চেষ্টা করতে পারে মোদি সরকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ