সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভোটপ্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। উলটো দিক থেকে আসা বাইককে বাঁচাতে গিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মারল মন্ত্রীর গাড়ি। ঘটনায় এক যুবকের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। পাঁচ জন আহত হয়েছেন। তবে মন্ত্রীর নিজের চোট সামান্যই।
স্থানীয় সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল মঙ্গলবার কমল নাথের নিজের জেলা ছিন্দওয়াড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন। সেখানে একটি রোড শো করেন তিনি। ফেরার পথে উলটো দিক থেকে ভুল সাইডে আশা একটি বাইক হঠাৎ তাঁর গাড়ির সামনে চলে আসে। চালক কোনওক্রমে ব্রেক কষে ওই বাইকের সঙ্গে সংঘর্ষ এড়ালেও কনভয়ে থাকা অন্য একটি গাড়ি ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে।
ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটজনক। আহতদের মধ্যে মন্ত্রীর টিমের এক সদস্যও আছেন। সামান্য চোট পেয়েছেন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল (Prahlad Patel) নিজেও। তবে সেই চোট তেমন গুরুতর নয়। আহতদের চিকিৎসা চলছে।
কমল নাথের (Kamal Nath) নিজের জেলায় মন্ত্রীর কনভয়ে ওই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই বাইকটি ভুল সাইডে কী করে এল? এটা নিছক অসাবধানতা নাকি অন্য কিছু, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.