Advertisement
Advertisement
Rahul Gandhi

সরকারি বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু রাহুল গান্ধীর, ট্রাকে করে অন্যত্র যাচ্ছে জিনিসপত্র

এবার কোথায় থাকবেন কংগ্রেস নেতা রাহুল? দেখুন ভিডিও।

Rahul Gandhi To Vacate House, Trucks Carry His Belongings | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 14, 2023 7:14 pm
  • Updated:April 14, 2023 7:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর স্মৃতি বিজড়িত বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিলেন রাহুল গান্ধী। শুক্রবার নয়াদিল্লির ১২ তুঘলক রোডের সরকারি বাংলো থেকে ট্রাকে করে জিনিসপত্র বের করা হল। যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সূত্রেই ২০০৫ সাল থেকে ১২ তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় সেই বাংলো থেকেই বেরিয়ে যেতে হচ্ছে সোনিয়াপুত্রকে। লোকসভার হাউজিং প্যানেলের তরফে রাহুলকে বাংলো ছাড়া নিয়ে নোটিস দেওয়া হয়েছিল। যা গ্রহণের পর লোকসভার সচিবালয়ের উদ্দেশে জবাবি চিঠিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, “গত চারবারের সাংসদ হওয়ায় এই জায়গায় অনেকটা সময় কাটিয়েছি। যেখানে জীবনের নানা স্মৃতি রয়েছে। নিশ্চিতভাবেই নোটিসের নির্দেশ মেনেই কাজ করব।” সেই মতোই এদিন শুরু করে দেন বাংলো ছাড়ার প্রক্রিয়া। সরকারি বাংলোটি ছাড়ার শেষ দিন ২২ এপ্রিল হলেও অনেকটা আগেই তা ফাঁকা করার কাজ শুরু করে দিলেন রাহুল।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার লাগিয়ে বিতর্কে হরভজন সিং, পদক্ষেপের নির্দেশ কমিশনের]

বাংলো ছাড়ার নোটিস পাওয়ার পর থেকে রাহুলকে থাকার প্রস্তাব দিয়েছেন কংগ্রেসের একাধিক নেতা। মল্লিকার্জুন খাড়গেও জানিয়েছিলেন প্রয়োজনে রাহুল গান্ধীর জন্য তিনি বাড়ি খালি করে দেবেন। তবে আপাতত ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতেই উঠছেন রাহুল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, একদিনে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে ২২ এপ্রিলের আগেই বাংলো খালি করার কাজ সম্পন্ন হয়ে যাবে।

[আরও পড়ুন: ‘থাপ্পড় খাবে…’, পাঞ্জাবের বিরুদ্ধে সর্বোচ্চ রান করেও শেহওয়াগের তোপের মুখে গিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ