Advertisement
Advertisement

Breaking News

ঋণ আদায়ের নামে আর্থিক সংস্থার কর্মীদের হেনস্থা! আত্মঘাতী প্রবীণ দম্পতি

রবিবার ভোরে আত্মঘাতী হন দম্পতি।

Reeling under debt and elderly couple ends life in Odisha | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2023 4:13 pm
  • Updated:July 2, 2023 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন প্রবীণ দম্পতি। মেয়াদ ফুরোলেও টাকা শোধ করতে পারছিলেন না। এদিকে নিয়মিত বাড়ি এসে চাপ দিচ্ছিল ওই সংস্থার কর্মীরা। রবিবার সকালে নিজেদের বাড়িতে আত্মঘাতী হন স্বামী-স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার (Odisha) পুরী জেলার আনলাজোড়ি গ্রামে। দম্পতির ছেলের দাবি, সংস্থার কর্মীদের হেনস্তার জেরে আত্মঘীত হয়েছেন বাবা-মা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে আত্মঘাতী হয়েছেন বনম্বর বেহেরা এবং তাঁর স্ত্রী বনিতা। মৃত দম্পতির ছেলে প্রশান্ত বেহেরা জানিয়েছেন, চড়া সুদে একটি বেসরকারি সংস্থা থেকে টাকা ধার করেছিলেন বাবা-মা। সংস্থার কর্মীরা বাড়িতে এসে টাকা ফেরত চাইছিল। শনিবার তারা হেনস্তা করে, হুমকি দেয়। এরপর রবিবার আত্মঘাতী হয়েছেন দু’জনে।

Advertisement

[আরও পড়ুন: স্বামীর রোষে বাদ পড়েছিল কব্জি, কৃত্রিম হাতে লিখেই নির্মমতার কাহিনি মলাটবন্দি করলেন রেণু]

গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ধীরেন্দ্র বেহেরার দাবি, শনিবার সন্ধ্যায় দম্পতির বাড়িতে এসেছিলেন আর্থিক ওই সংস্থার কর্মীরা। অনেক রাত পর্যন্ত সেখানে ছিলেন তাঁরা। এর পর রবিবার চরম সিদ্ধান্ত নেন প্রবীণ দম্পতি। স্থানীয়দের বক্তব্য, গ্রামের গরিব কৃষক পরিবার বিপাকে পড়ে চড়া সুদে বেসরকারি সংস্থার থেকে ঋণ নেয়। অনেক সময়েই সুদের হার পৌঁছায় ২৬ শতাংশ অবধি। যা শোধ করা কঠিন হয় পরিবারগুলির পক্ষে। এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গল থেকে লোকালয়ে হায়না, আতঙ্কে পিটিয়ে মারল উত্তেজিত জনতা! ভাইরাল ভিডিওয় বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ