Advertisement
Advertisement

Breaking News

কন্যাসন্তান

সারমেয়র কাছে হার মানবতার, পথকুকুরের তৎপরতায় নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত

কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে নর্দমা ফেলে দেয় তার মা৷

Stray dogs rescue baby after woman dumps it in drain
Published by: Sayani Sen
  • Posted:July 20, 2019 6:22 pm
  • Updated:July 20, 2019 6:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারমেয়র মায়া মমতার কাছে হার মানল মানবতা৷ কন্যাসন্তান হওয়ায় মা ফেলে দিয়েছিল নর্দমায়৷ কিন্তু বেশ কয়েকটি পথকুকুর একরত্তিকে নর্দমা থেকে উদ্ধার করে৷ স্থানীয়দের তৎপরতায় তাকে হাসপাতালে ভরতিও করা হয়৷ তবে খুদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আদৌ তাকে বাঁচানো সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে চিকিৎসকরা৷

[ আরও পড়ুন: সোনভদ্র যাওয়ার পথে বারাণসী বিমানবন্দরে আটক তৃণমূলের প্রতিনিধিরা]

হরিয়ানার কৈথালে সরকারি হাসপাতালে এক মহিলা কন্যাসন্তানের জন্ম দেয়৷ মেয়ে হয়েছে শুনেই মুখ বেজার মায়ের৷ সন্তানকে মেনে নিতে পারেনি সে৷ প্রথমে ভেবেছিল হাসপাতালে ফেলে চলে যাবে৷ কিন্তু তাতে আবার হাজারও প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কাও ছিল৷ তাই সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়৷ হাসপাতাল থেকে কিছুটা দূরে আবর্জনার স্তূপ দেখতে পায় ওই মহিলা৷ তার পাশের নর্দমাতেই প্লাস্টিকে মুড়ে নিজের সন্তানকে ফেলে দিয়ে যায় সে৷

Advertisement

আবর্জনার স্তূপের কাছেই ছিল একদল কুকুর৷ প্রতিদিনের মতো ওই আবর্জনা থেকেই খাবার খুঁজছিল তারা৷ আচমকাই নর্দমার দিকে নজর যায় সারমেয়দের৷ মুখ এবং পায়ের সাহায্যে সদ্যোজাতকে উদ্ধার করে কুকুরগুলি৷ চিৎকার করতে থাকে তারা৷ আচমকা চিৎকারে অবাক হয়ে যান স্থানীয়রা৷ সারমেয়দের সদ্যোজাতকে উদ্ধার করতে দেখে অবাক হয়ে যান এলাকাবাসী৷ তাঁরাই সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যান৷

Advertisement

[ আরও পড়ুন: হাতির মাংসে মহা উল্লাসে চলল ভুরিভোজ, নীরব দর্শক বনদপ্তর]

সদ্যোজাতের তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সদ্যোজাতর ওজন ১ কেজি ১০০ গ্রাম৷ তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ সদ্যোজাতকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলেই জানান চিকিৎসকরা৷ পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ ফুটেজ দেখে মহিলাকে চিহ্নিত করারও চেষ্টা চলছে৷ সেখান থেকে অভিযুক্তকে শনাক্ত করছেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: বানভাসি বিহার ও অসমে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯]

লিঙ্গবৈষম্য দূর করতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে কেন্দ্র৷ তা সত্ত্বেও একবিংশ শতাব্দীতে কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে নর্দমায় ফেলে দেওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ