Advertisement
Advertisement

Breaking News

Kiren Rijiju

কলেজিয়াম সিস্টেম থাকলে বিচারব্যবস্থাতেও স্বজনপোষণ থাকবে! বিস্ফোরক আইনমন্ত্রী

বিচারপতি নিয়োগ পদ্ধতিকে 'আঙ্কেল জাজ' সিস্টেম বলে কটাক্ষ আইনমন্ত্রীর।

Uncle Judge syndrome will remain till Collegium system is there, says Kiren Rijiju | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2023 2:10 pm
  • Updated:April 23, 2023 2:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজিয়াম পদ্ধতি যতদিন থাকবে, বিচারব্যবস্থায় স্বজনপোষণ হওয়ার সম্ভাবনাও ততদিন বজায় থাকবে। ফের বিস্ফোরক কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, কলেজিয়াম পদ্ধতিতে শুধু সেইসব আইনজীবীরা বিচারপতি হওয়ার সুযোগ পান, যারা সিনিয়র বিচারপতিদের পরিচিত।

এক সাক্ষাৎকারে রিজিজু বলেছেন,”কলেজিয়াম সিস্টেম যেদিন থেকে চলছে, শুধু তিনজন সিনিয়র বিচারপতি হাই কোর্টের বিচারপতি নিয়োগ করছেন। তাঁরা শুধু নিজেদের পরিচিত আইনজীবীদের নাম নিয়ে আলোচনা করেন, আর তাঁদের নামই প্রস্তাব করেন। সুপ্রিম কোর্টে এই কাজটি করেন পাঁচজন সবচেয়ে বর্ষীয়ান আইনজীবী।”

Advertisement

[আরও পড়ুন: ১০টি শহরে ঘুরেও মিলল না পরিত্রাণ! কীভাবে পুলিশের জালে অমৃতপাল]

রিজিজুর বক্তব্য, “এক্ষেত্রে সমস্যা হল, বিচারপতিরা শুধু সেইসব আইনজীবীদের নাম সুপারিশ করেন যাঁদের তাঁরা চেনেন। তাঁরা চেনেন না এমন কোনও আইনজীবী বা বিচারক ভাল কাজ করলেও বিচারপতি হিসাবে মনোনীত হওয়ার সুযোগ পান না।” কেন্দ্রীয় আইনমন্ত্রী এই ব্যবস্থাকে ‘আঙ্কেল জাজ’ উপসর্গ বলে দেগে দিয়েছেন। রিজিজু বলছেন, “আপনার পরিচিত কেউ যদি একবার বিচারপতি হয়ে যান, তাহলে আপনার বিচারপতি হওয়ার পথ খানিকটা সুগম হয়ে গেল।” এটাকেই আঙ্কেল জাজ সিস্টেম বলছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: পজিটিভিটি রেট ৭ শতাংশ! শেষ পাঁচদিনে দেশে করোনা আক্রান্ত ৫০ হাজারেরও বেশি]

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রধান বিচারপতিকে চিঠি লিখে রিজিজু দাবি করেছিলেন, বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার কলেজিয়ামের (Collegium) থেকে কেড়ে নিয়ে দেওয়া উচিত কেন্দ্র সরকারকে। সেই সঙ্গে বলেন, ১৯৪৭ সালের পর আইনের একাধিক পরিবর্তন করা হয়েছে। কারণ একই নিয়ম চিরকাল ধরে চলতে পারে না। একটা সময়ের পর তা বদলাতে হয়। অর্থাৎ রিজিজু স্পষ্টতই কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়ার পক্ষে। তাতে প্রবল আপত্তি রয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। বিচারপতিরা বলছেন, এর ফলে বিচারব্যবস্থার স্বতন্ত্রতা নষ্ট হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ