Advertisement
Advertisement

Breaking News

Sandeshkhali

একা CBI নয়, সন্দেশখালি কাণ্ডের তদন্তে পুলিশও, SIT গঠনের নির্দেশ হাই কোর্টের

সন্দেশখালি কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়। রাজ্যে পূুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

Calcutta HC orders to form SIT including CBI and WB Police on Sandeshkhali | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 17, 2024 4:16 pm
  • Updated:January 17, 2024 6:04 pm

গোবিন্দ রায়: সন্দেশখালি কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়। রাজ্যে পূুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তদন্ত চলবে আদালতের নজরদারিতে। 

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই ঘটনাক মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে ইডি। এদিন সেই মামলার রায়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সিবিআই বা রাজ্য পুলিশ নয়, তদন্ত করবে সিট। 

Advertisement

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

এক নজরে আদালতের নির্দেশ-

Advertisement
  • দুই সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন।
  • সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠন।
  • তাঁরা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন।
  • হাই কোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে।
  • সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সবরকম সহযোগিতা নেবে।
  • বর্তমানে ইসলামপুরে পুলিশ সুপার জশপ্রীত সিংকে রাজ্য এই টিমে নিয়োগ করেছে।
  • সিবিআইকে কালকের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে।
  • তদন্তে যদি ফল না পাওয়া যায় তাহলে আদালত এই সিট বদল করতে দ্বিধা করবে না।
  • যাঁরা তদন্ত করছিলেন তাঁরা আর তদন্ত এগোতে পারবে না।
  • সন্দেশখালিতে সিসিটিভি থাকবে। থাকবে পুলিশ পিকেটও। 
  • হাই কোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না।
  • ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না।
  • ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ওই দিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে।

প্রসঙ্গত, ইতিমধ্যে আদালতের নির্দেশে সিসিটিভিতে মুড়েছে সন্দেশখালি এলাকা। বসেছে পুলিশ পিকেট। আদালতে প্রশ্নের মুখে পড়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টা অর্থাৎ ৩০৭ ধারা যোগ করেছে। এবার পুলিশের পাশাপাশি তদন্ত করবে সিবিআইও। 

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ