Advertisement
Advertisement

Breaking News

সব্যসাচী দত্ত

‘বিদ্যুতের বিল মেটাতে কাটমানি নিতে হবে’, পুলিশকে তোপ সব্যসাচীর

বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷

Sabyasachi Dutta attacks police officials on cutmoney issue
Published by: Sayani Sen
  • Posted:July 5, 2019 6:48 pm
  • Updated:July 5, 2019 7:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকেয়া ডিএ-র দাবিতে বিদ্যুৎ ভবনে ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে আইএনটিটিইউসি কর্মী, সমর্থকদের ধস্তাধস্তিতে ভাঙল বিদ্যুৎ ভবনের প্রবেশদ্বারের কাচ৷ ব্যারিকেড ভেঙে বিদ্যুৎ ভবনের ভিতরে ঢোকে বিক্ষোভকারীরা৷ আইএনটিটিইউসি-র আন্দোলনে নেতৃত্ব দেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশও করেছেন তিনি৷

[ আরও পড়ুন: অস্ত্র হাতে মদ্যপদের তাণ্ডব, রাতের কলকাতায় হেনস্তার শিকার টেলি অভিনেতা]

বিক্ষোভের পর বিদ্যুৎ ভবনের সামনেই বসে পড়েন সব্যসাচী দত্ত৷ এ প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বিধাননগরের মেয়র বলেন, ‘‘রাজ্য সরকারের কিছু পুলিশ বন্ধু এসেছেন আমাদের আটকাতে৷ আমার শুধু একটাই আহ্বান, যখন আপনারা ডিউটি সেরে বাড়ি যাবেন বা থানায় যাবেন, গিয়ে বলবেন  – পাখাটা চালাতে যাবেন, দেখবেন পাখাটা চলছে না৷ আপনার কর্মচারীটি বলবেন, জল দেবে কোথা থেকে স্যার? পাম্প চলছে না৷ আর বাড়ি গেলে বউ যখন বলবে, বিদ্যুতের বিল দিতে হবে৷ তখন পকেটে হাত দিয়ে দেখবেন, পকেটটা ফুটো হয়ে গেছে৷ আর নইলে কাটমানি নিতে হবে৷’’

Advertisement

[ আরও পড়ুন: মোবাইল সংস্থার ভুয়ো মেল, টাকা খোয়ালেন নুসরতের স্বামী নিখিল]

লোকসভা নির্বাচনের আগে সব্যসাচী দত্তের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ পদ্ম শিবিরের নেতা একসময়ের বন্ধুর বাড়িতে দু’ঘণ্টা সময়ও কাটান৷ যদিও বাড়ি থেকে বেরিয়ে মুকুল রায় জানিয়েছিলেন শুধুমাত্র লুচি এবং আলুর দম খেতেই সব্যসাচীর বাড়িতে এসেছিলেন তিনি৷ তবে মুকুল রায়ের আচমকা আগমন ঘিরে রাজনৈতিক মহলে নয়া সমীকরণের জল্পনা মাথাচাড়া দেয়৷ তবে কি সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিতে চলেছেন, এই জল্পনা জোরাল হয়েছিল৷ যদিও সাংবাদিক বৈঠক করে সেই জল্পনায় জল ঢেলেছিল ঘাসফুল শিবির৷ শুক্রবার বিদ্যুৎ মন্ত্রীর বিপক্ষে গিয়ে আইএনটিটিইউসি’র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নিয়ে আবারও দলের বিরুদ্ধে সব্যসাচীর বিদ্রোহী মনোভাব মাথাচাড়া দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

Advertisement

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ