Advertisement
Advertisement

Breaking News

fly larvae around man's cornea​

OMG! প্রৌঢ়ের চোখে ডজন খানেক ডিম পাড়ল মাছি! তারপর…

ডান চোখের স্ক্যান রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের।

dozen squirming fly larvae around man's cornea​ | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 13, 2022 3:57 pm
  • Updated:April 13, 2022 7:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন ধরেই ডান চোখে অস্বস্তি হচ্ছিল। চোখে বারবার জলের ঝাপটা দিয়েও কাজ হচ্ছিল না। বরং বাড়ছিল চুলকানি। শেষে চিকিৎসকের দ্বারস্থ হওয়া। চোখ স্ক্যান করতেই বোঝা যায় ভেতরে কিছু ঢুকেছে। কিন্তু কী ঢুকছে? অপরেশন টেবিলে চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের। দেখা যায় ওই প্রৌঢ়ের চোখের ভেতরে ডিম পেড়েছে মাছি। ডিমের সংখ্যা এক ডজনেরও বেশি। কিন্তু চোখের ভেতরে মাছি ডিম পাড়ল কী করে? এও সম্ভব?

ফ্রান্সের (France) বাসিন্দা ৫৩ বছরের ওই প্রৌঢ়র বক্তব্য, তাঁর বাগান আছে। কিছুদিন আগে সেখানে কাজ করছিলেন তিনি। একটি ভেড়া আর ঘোড়াও ছিল কাছে। আচমকা কিছু একটা ঢোকে ডান চোখে। অস্বস্তি হয়। সঙ্গে সঙ্গে হাত দিয়ে চোখ পরিস্কার করার চেষ্টা করেন, চোখে জলের ঝাপটাও দিন। সাময়িকভাবে কমলেও পরে অস্বস্তি বাড়ে। এরপর বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শ নেন তিনি। ভরতি হতে হয় স্থানীয় হাসপাতালে।

Advertisement

[আরও পড়ুন: ফিরছে আতঙ্ক! তিন দিনে ২৩ পড়ুয়া করোনা আক্রান্ত, সংক্রমণ রুখতে বন্ধ নয়ডার একাধিক স্কুল]

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে (News England Journal of Medicine) প্রকাশিত প্রতিবেদন বলছে, হাসপাতালের চিকিৎসকরা ডান চোখের স্ক্যান রিপোর্ট দেখেই আন্দাজ করছিলেন, ওই ব্যক্তির চোখের ভেতরে মাছির ডিম বা লার্ভা রয়েছে। এরপর অস্ত্রোপচারের টেবিলে একে একে লার্ভাগুলিকে বের করা হয়।চিকিৎসকরা জানিয়েছেন, কনজাংটিভা, চোখের পাতার আস্তরণের ঝিল্লি এবং চোখের সাদা অংশের ভিতরে ছিল একাধিক লার্ভা। কিন্তু ওই ব্যক্তির বাগনে কাজ করার সঙ্গে এই লার্ভার কী কোনও সম্পর্ক আছে?

Advertisement

[আরও পড়ুন: তিন বছর ধরে নবীকরণই হয়নি রোপওয়ের লাইসেন্স! দেওঘর দুর্ঘটনার নেপথ্যে বড় গাফিলতি?]

অবশ্যই আছে। কারণ চিকিৎসকরা জানিয়েছেন, যে মাছি ডিম পেড়েছিল ওই ব্যক্তির চোখে তাকে বলা হয় ‘ওয়েসট্রাস ওভিস’ (Oestrus Ovis)। এই মাছিকে সাধারণত ভেড়ার শরীরের চারপাশেই ভনভন করতে দেখা যায়। অর্থাৎ কিনা ভেড়াটির পাশে দাঁড়িয়ে যখন বাগানের কাজ করছিলেন প্রৌঢ়, তখনই ঘটেছিল বিপত্তি। হাজার জলের ঝাপটা দিয়েও যার সুরাহা হয়নি। চিকিৎসকরাও জানাচ্ছেন, চোখের ভেতর থেকে লার্ভা সহজে বের হয় না। চোখ ধুয়ে কোনও ফল হয় না আদতে। একমাত্র অস্ত্রোপচারেই মুক্তি মেলে লার্ভার ও ভুক্তভোগী রোগীর। এক্ষেত্রেও অস্ত্রোপচারের পর ভাল আছেন প্রৌঢ়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ