দেখতে দেখতে পার হয়েছে বিয়ের একমাস। তাই আর দেরি নয়, বাক্স-প্যাটরা গুছিয়ে ইউরোপে রওনা দিলেন মিষ্টি সিং ও তাঁর স্বামী রেমো দাস। হ্যাঁ, জমকালো বিয়ের পর এবার ঝকঝকে হানিমুনে গেলেন মিষ্টি ও রেমো। কোথায় গেলেন? মিষ্টি-রেমোর মধুচন্দ্রিমার বেড়ানোর তালিকা বেশ লম্বা।
শুরুটা দিদির বাড়ি প্যারিস থেকে। তারপর সুইজারল্যান্ড, আমস্টারডম, বার্সিলোনা। ইনস্টাগ্রামে সেই হানিমুনের প্রথম দিন অর্থাৎ প্যারিসের ছবি পোস্ট করেছেন মিষ্টি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে উজাড় হয়েছে মিষ্টি ও রেমোর প্রেম।
১৪ বছর ধরে প্রেমের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের অমৃতা ওরফে মিষ্টি সিং। পাত্রের নাম রেমো দাস।
বাহারি পোশাকে প্যারিসের মন কাড়ছেন মিষ্টি।
১৪ মে অভিনেত্রীর বাড়িতেই হয়েছে ছিমছাম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান। ১৮ তারিখ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টির।
পাত্র রেমো রিয়েল এস্টেস্টের ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থাও রয়েছে।
সব মিলিয়ে মিষ্টির হানিমুন যে একেবারে জমজমাট ছিল। তা ছবি দেখলেই বোঝা যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.