আলিয়া যেন দিন দিন আরও গ্ল্যামারাস হয়ে উঠছেন। একাধারে রাহার মা, অন্যদিকে বলিউড অভিনেত্রীদের তালিকায় বর্তমানে পয়লা নম্বরে আলিয়া ভাটের নাম।
নিত্যদিন ফ্যাশন শুটে তাক লাগিয়ে দিচ্ছেন আলিয়া ভাট। কখনও কাঁধখোলা গাউন, কখনও ট্রেন্ডি শীত পোশাক, কখনও রকি রানি শিফন শাড়ি আমার কখনও বা ক্যাজুয়াল ড্রেসে।
তাঁর ঝুলিতে যেমন কাজ, তেমনই 'হার্ট অফ স্টোন'-এর পর থেকে আন্তর্জাতিক বিনোদুনিয়াতেও এখন আলিয়ার জনপ্রিয়তা বাড়ছে।
করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর চোখেমুখে এখন আত্মবিশ্বাস আরও দ্বিগুণ।
এবার হলুদ শাড়ি পরে চোখের ইশারায় যে জাদু ছড়িয়ে দিলেন, তাতে নেটপাড়া মুগ্ধ আলিয়া ম্যাজিকে! ভক্তরা বলছেন, 'সানসাইন'।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.